প্রবাসে বাবার মরদেহ, পরীক্ষাকেন্দ্রে মেয়ে
প্রবাসে বাবার মৃত্যুর খবর পাওয়ার পর শিক্ষক ও স্বজনদের কথায় পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থী আফরিন জাহান লিজা। আজ সোমবার উপজেলার সহনাটি ইউনিয়নে সহনাটি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লিজা ওই গ্রামের সদ্য প্রয়াত আলাল উদ্দিনের (৪০) মেয়ে। সে স্থানীয় গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি