ভিটে নেই বলে চাকরি হচ্ছে না আসপিয়ার
চাকরির সব ঠিকঠাক উতরে এসে আশায় বুক বেঁধেছিলেন আসপিয়া ইসলাম (১৯), একটা চাকরি পেতে যাচ্ছেন। কিন্তু পুলিশের সেই চাকরি আটকে গেল পুলিশি যাচাইয়ে (ভেরিফিকেশন)। আসপিয়াদের যে ভিটেমাটিই নেই, নেই কোনো স্থায়ী ঠিকানা। পুলিশ তাঁকে চাকরি দেয় কীভাবে?