বছরের শেষ দিনে জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
এ বছরের শেষ দিনে জাপান সাগরের দিকে তিনটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় প্রথমটি, ৮টা ১৪ মিনিটে দ্বিতীয় এবং এর এক মিনিট পরেই তৃতীয় ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে এসে পড়েছে।