এবার বিসিবির টিকিটে ইংল্যান্ডের ভুল পতাকা
কখনো স্কোয়াডে ক্রিকেটারদের নামে ভুল, কখনো নিজ দেশের নাম ভুল বানান—আন্তর্জাতিক টুর্নামেন্টে এমন ঘটনা অনেকবারই দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাজে। এবার বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজেও আরেকটি বড় ভুল করেছে। টিকিটে বাংলাদেশের পতাকা ঠিক থাকলেও ইংল্যান্ডের পতাকার জায়গায় ছাপানো হয়েছে যুক্তরাজ্যের প