এখনো ম্যারাডোনার মৃত্যু মানতে পারছেন না মেসি
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর এক বছর পূরণ হলো আজ। গত বছর এই দিনে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে পৃথিবীকে বিদায় জানান ফুটবলের এই অনন্য জাদুকর। ম্যারাডোনা নেই, তবে না থেকেও ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় ঠিকই রয়ে গেছেন তিনি। মৃত্যুর এক বছর পর বুয়েন্স এইরেস-নেপলস ছাড়িয়ে তাঁকে স্মরণ করছে বিশ্বব্যাপী কোটি ভক্ত-সমর্থকে