মরক্কোর নীল শহরে স্বাগত
উত্তর-পশ্চিম মরক্কোর শেফশাওয়েন শহরে গেলে মজে যাবেন নীল সৌন্দর্যে। এখানকার ঘর-বাড়ি, দোকান-পাট, দরজা-জানালা মোটামুটি সবকিছুই নীল। রিফ পর্বতমালার পাদদেশে ৬০০ মিটার বা ২০০০ ফুট উচ্চতায় শহরটির অবস্থান। অনেকের চোখেই এটি মরক্কোর সবচেয়ে সুন্দর। কেউ আবার একে আদর করে ডাকে ‘ব্লু পার্ল’ বা ‘নীল মুক্তা’। ১৯২০ সা