ভালোবাসার উপহারে প্রযুক্তিপণ্য
শিমুল, পলাশ, অশোকের রঙে ছাওয়া মাস ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি এখন আর শোকের মাস নেই। আন্তর্জাতিক মাতৃভাষা হওয়ার মাধ্যমে মাসটি এখন বিশ্বময় পরিচিত। ফলে ফেব্রুয়ারি এখন উদ্যাপনের মাস। আর ভালোবাসা দিবস রয়েছে এ মাসেই। এর প্রথম দুই সপ্তাহ পুরো পৃথিবীর মানুষ ভালোবাসায় মাখামাখি হয়ে একে অন্যের নাম লেখে মনের মন্দির