সম্পত্তি লিখে নিয়ে ভিক্ষার থালা হাতে দিল সন্তানেরা, বৃদ্ধ দম্পতির আত্মহত্যা
হাজারিরাম বিষ্ণোই (৭০) ও তাঁর স্ত্রী চাওয়ালী দেবীর (৬৮) কাছ থেকে ছলেবলে সব সম্পত্তি লিখে নিয়েছিলেন সন্তানেরা। এরপর সন্তানদের কাছে খাবার, আশ্রয় চাইলে তাঁরা বাবা-মায়ের হাতে ভিক্ষার থালা ধরিয়ে দেন। রাগে-দুঃখে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই দম্পতি। মৃত্যুর আগে দুই পৃষ্ঠার একটি সুইসাইড