শিল্পকলায় নবরসের নাটক ‘উনপুরুষ’
শুধু জন্মসূত্রে প্রাপ্ত লিঙ্গপরিচয় দিয়েই মানুষের আত্মনির্ণয় ঘটে না। ছকে বাঁধা কিছু নিয়মে মেলে মানুষের সামাজিক পরিচয়। এর মাঝে থাকে কিছু মানুষ, যারা সামাজিকভাবে বিপন্ন, পরিবার থেকে হয় নিগৃহ। এমন কিছু মানুষের অন্ধকার জীবনের বেদনার গল্প নিয়ে তৈরি হয়েছে নবরস নৃত্য ও নাট্যদলের নাটক ‘উনপুরুষ’। আজ শনিবার রা