আবাসনে ব্যাংকঋণের সুবিধা
মেলায় আবাসন কোম্পানিসমূহের পাশাপাশি ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্টল বরাদ্দ নিয়েছে। তারা মেলায় স্বল্পসুদে ঋণ, ঋণের কিস্তি, কার্ড প্রভৃতি সুবিধাসংবলিত পসরা নিয়ে উপস্থিত হয়েছে। এসব অফারসংবলিত নানা ধরনের কার্ড, হ্যান্ডবিলি, প্রসপেকটাসও সরবরাহ করা হচ্ছে। তবে বিশেষ আকর্ষণ হলো গৃহঋণ বৃদ্ধি। কোনো কোনো