কার গায়ে জ্বালা ধরায় সুর
ফাঁকা মাঠে বসে গলা সাধছিলেন ‘গুপি গাইন বাঘা বাইন’-এর গুপি। সেই সুর আমলকীর রাজার গায়ে আগুন ধরায়। উত্তেজিত রাজা গুপিকে ডেকে বললেন, ‘চেঁচাইছিলি ক্যানে?’ তারপর আছাড় মেরে ভেঙে ফেলেন গুপির বাদ্যযন্ত্র। গাধার পিঠে চড়িয়ে তাঁকে দেশছাড়া করলেন।