নকল নায়কদের মুখোশ খসছে
অনেক কিছুতেই প্রথম হতে চলেছেন গোতাবায়া রাজাপক্ষে। তিনি শ্রীলঙ্কার প্রথম প্রেসিডেন্ট যিনি গণঅভ্য়ুত্থানে ক্ষমতাচ্যুত হচ্ছেন। তিনিই প্রথম প্রেসিডেন্ট, যিনি পদত্যাগ করছেন। তিনিই প্রথম প্রেসিডেন্ট যাকে আত্মগোপনে যেতে হলো। এ ছাড়া নিজের শাসনামলের শেষ কয়েকটি দিন উপকূলের কাছাকাছি জাহাজে ভেসেও কাটাতে হলো গোতা