অভিনেত্রী স্বাগতার বিচ্ছেদ
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল একসঙ্গে থাকছেন না অভিনেত্রী স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ জামান। গতকাল রোববার বিচ্ছেদের খবর নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী। স্বাগতা জানান, ‘একটা সম্পর্ক টিকে থাকে বোঝাপড়ার ওপর। আমাদের ঠিক এই জায়টায় মনে হচ্ছিল ছেদ পড়েছে। তাই আমাদের আর কোনোভাবেই একসঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না! দু