একজনের ফাঁসি, তিন জনের আমৃত্যু ও দুজনের যাবজ্জীবন
কুষ্টিয়ার কুমারখালীতে অপহরণের পর কলেজছাত্র ইমরান শেখকে হত্যার মামলায় একজনের ফাঁসি, তিনজনের আমৃত্যু ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।