অপহরণের পর সামলাতে না পেরে পিটিয়ে হত্যা করা হয় শিশু রহিমকে
চট্টগ্রামে শিশু শফিউল ইসলাম রহিমকে (১১) অপহরণের পর তাঁকে সামলাতে না পেরে আড়াই ঘণ্টার মধ্যে পিটিয়ে হত্যা করে আসামিরা। পরে লাশ মাটির নিচে পুঁতে রেখে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, পুলিশ, আসামির স্বীকারোক্তি ও সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।