অপহৃত ৫ বোনকে উদ্ধারের পর হাঁপ ছেড়ে বাঁচল নাইজেরিয়া
নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে অপহৃত হওয়ার ২০ দিন পর পাঁচ বোনকে দেশটির সেনা ও পুলিশের এক যৌথ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি জঙ্গল থেকে বোনদের উদ্ধার করা হয়।