অপহরণের পর পালিয়ে আসার কাহিনি শোনাল নাইজেরিয়ার স্কুলবালক
ঘটনার দিন (৭ মার্চ) হঠাৎ করেই অসংখ্য মোটরসাইকেল নিয়ে একদল অস্ত্রধারীকে স্কুলের দিকে আসতে দেখেছিল শিক্ষার্থীরা। স্কুলের ছাত্র মুসা সহ আরও অনেকেই ভেবেছিল, ওই অস্ত্রধারীরা হয়তো সেনাবাহিনীর লোক। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই পুরো স্কুল প্রাঙ্গণ দখল করে নেয় সেই দলটি। গুলিও চালাতে শুরু করে তারা।