প্রযুক্তি ডেস্ক
নিজস্ব প্ল্যাটফর্মে এআই চ্যাটবট যুক্তের প্রতিযোগিতায় এবার নাম লেখাল শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। একটি এআই চ্যাটবট নিজেদের প্ল্যাটফর্মে যুক্তের করতে কাজ শুরু করেছে প্ল্যাটফর্মটি। চ্যাটবটটি প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের পছন্দের ভিডিও খুঁজে দেবে। প্রাথমিকভাবে ফিলিপাইনের নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী চ্যাটবট ব্যবহারের সুযোগ পাচ্ছে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই চ্যাটবটের নাম ‘ট্যাকো’। টুইটারে এক পোস্টে টিকটক জানিয়েছে, অন্য প্রতিষ্ঠানের তৈরি একটি চ্যাটবট প্ল্যাটফর্মটিতে যুক্ত করা হচ্ছে। এআই চ্যাটবটটির মাধ্যমে খুব সহজেই টিকটকে থাকা পছন্দের ভিডিও খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের মতামত নেওয়ার পর নতুন এই সুবিধা সবার জন্য চালু করা হবে। চ্যাটবটটি টিকটকের ডান দিকে ব্যবহারকারীর হোমপেজের ডানদিকে লাইক, কমেন্ট ও বুকমার্কস অপশনের ওপরে যুক্ত হবে।
এদিকে, ভিডিওর পাশাপাশি এবার ফিল্টার ও ইফেক্ট তৈরি করেও আয়ের সুযোগ এনেছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তবে শুধু ভাইরাল হওয়া ফিল্টার ও ইফেক্টের নির্মাতারাই অর্থ আয় করতে পারবেন। নতুন এই সুবিধা দিতে ‘ইফেক্ট ক্রিয়েটর রিওয়ার্ডস’ প্রোগ্রামের আওতায় ৬০ লাখ ডলারের নতুন তহবিল গঠন করেছে টিকটক।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটক জানিয়েছে, তবে এই উপায়ে খুব বেশি আয়ের সুযোগ পাবেন না নির্মাতারা। ফিল্টার ও ইফেক্ট থেকে আয় করতে হলে এগুলো ৯০ দিনের মধ্যে ন্যূনতম ৫ লাখ টিকটক ব্যবহারকারীর ভিডিওতে ব্যবহৃত হতে হবে। এতে করে সে ফিল্টার নির্মাতার আয় হবে ৭০০ ডলার। পাঁচ লাখের পর প্রতি লাখের জন্য অতিরিক্ত ১৪০ ডলার করে পাবেন নির্মাতারা। অর্থাৎ, কোনো নির্মাতার তৈরি ফিল্টার বা ইফেক্ট যদি ৯০ দিনে ১০ লাখ বার ব্যবহিত হয়, তবে সেই নির্মাতা মোট ১ হাজার ৪০০ ডলার আয় করতে পারবেন।
ভাইরাল ফিল্টার ও ইফেক্ট নির্বাচনের পদ্ধতিটি বেশ কঠিন করেছে টিকটক। কারণ, নির্মাতার তৈরি ফিল্টার ও ইফেক্ট অন্য কোনো নির্মাতা নিজের ১০টি ভিডিওতে ব্যবহার করলেও সেটি মাত্র একটি ভিডিও হিসেবেই গণ্য করা হবে। ফলে ৯০ দিনে ৫ লাখ ভিন্ন ভিন্ন ব্যবহারকারী নিজেদের ভিডিওতে এসব ফিল্টার বা ইফেক্ট ব্যবহার করতে হবে।
নিজস্ব প্ল্যাটফর্মে এআই চ্যাটবট যুক্তের প্রতিযোগিতায় এবার নাম লেখাল শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। একটি এআই চ্যাটবট নিজেদের প্ল্যাটফর্মে যুক্তের করতে কাজ শুরু করেছে প্ল্যাটফর্মটি। চ্যাটবটটি প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের পছন্দের ভিডিও খুঁজে দেবে। প্রাথমিকভাবে ফিলিপাইনের নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী চ্যাটবট ব্যবহারের সুযোগ পাচ্ছে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই চ্যাটবটের নাম ‘ট্যাকো’। টুইটারে এক পোস্টে টিকটক জানিয়েছে, অন্য প্রতিষ্ঠানের তৈরি একটি চ্যাটবট প্ল্যাটফর্মটিতে যুক্ত করা হচ্ছে। এআই চ্যাটবটটির মাধ্যমে খুব সহজেই টিকটকে থাকা পছন্দের ভিডিও খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের মতামত নেওয়ার পর নতুন এই সুবিধা সবার জন্য চালু করা হবে। চ্যাটবটটি টিকটকের ডান দিকে ব্যবহারকারীর হোমপেজের ডানদিকে লাইক, কমেন্ট ও বুকমার্কস অপশনের ওপরে যুক্ত হবে।
এদিকে, ভিডিওর পাশাপাশি এবার ফিল্টার ও ইফেক্ট তৈরি করেও আয়ের সুযোগ এনেছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তবে শুধু ভাইরাল হওয়া ফিল্টার ও ইফেক্টের নির্মাতারাই অর্থ আয় করতে পারবেন। নতুন এই সুবিধা দিতে ‘ইফেক্ট ক্রিয়েটর রিওয়ার্ডস’ প্রোগ্রামের আওতায় ৬০ লাখ ডলারের নতুন তহবিল গঠন করেছে টিকটক।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটক জানিয়েছে, তবে এই উপায়ে খুব বেশি আয়ের সুযোগ পাবেন না নির্মাতারা। ফিল্টার ও ইফেক্ট থেকে আয় করতে হলে এগুলো ৯০ দিনের মধ্যে ন্যূনতম ৫ লাখ টিকটক ব্যবহারকারীর ভিডিওতে ব্যবহৃত হতে হবে। এতে করে সে ফিল্টার নির্মাতার আয় হবে ৭০০ ডলার। পাঁচ লাখের পর প্রতি লাখের জন্য অতিরিক্ত ১৪০ ডলার করে পাবেন নির্মাতারা। অর্থাৎ, কোনো নির্মাতার তৈরি ফিল্টার বা ইফেক্ট যদি ৯০ দিনে ১০ লাখ বার ব্যবহিত হয়, তবে সেই নির্মাতা মোট ১ হাজার ৪০০ ডলার আয় করতে পারবেন।
ভাইরাল ফিল্টার ও ইফেক্ট নির্বাচনের পদ্ধতিটি বেশ কঠিন করেছে টিকটক। কারণ, নির্মাতার তৈরি ফিল্টার ও ইফেক্ট অন্য কোনো নির্মাতা নিজের ১০টি ভিডিওতে ব্যবহার করলেও সেটি মাত্র একটি ভিডিও হিসেবেই গণ্য করা হবে। ফলে ৯০ দিনে ৫ লাখ ভিন্ন ভিন্ন ব্যবহারকারী নিজেদের ভিডিওতে এসব ফিল্টার বা ইফেক্ট ব্যবহার করতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২২ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২২ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২২ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২২ দিন আগে