জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এমন এক প্ল্যাটফর্ম, যেখানে আপনি সহজেই যে কারও সঙ্গেই যুক্ত হতে পারবেন। দুনিয়ার বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে যুক্ত হয়ে তাদের সম্বন্ধে জানতে পারবেন। এক কথায় ভার্চুয়াল পুরো দুনিয়াই ঘুরে ফেলতে পারবেন। তাদের টুইটে রিটুইট করতে পারবেন। তবে আছে বিড়ম্বনাও। কারণ, অনেকেই তাদের রিটুইটের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়। তবে আপনি চাইলেই আপনার অপছন্দের রিটুইটগুলো লুকিয়ে ফেলতে পারবেন। দুঃখজনক হলেও সত্যি, এই রিটুইটগুলো মুছে ফেলার কোনো সুযোগ নেই।
রিটুইট লুকিয়ে ফেলতে যা যা করণীয়-
১) টুইটার অ্যাকাউন্ট লগ ইন করুন
২) আপনার যে টুইট থেকে রিটুইট লুকাতে চাইছেন, সেখানে ক্লিক করুন
৩) এরপর, স্ক্রল করে অপছন্দের রিটুইটের "..." এখানে ক্লিক করলেই, আপনার সামনে মেনু বার চলে আসবে। সেখান থেকে 'হাইড রিপ্লাই ' অপশন সিলেক্ট করলেই আপনার কাজ হয়ে যাবে।
তবে বলে রাখা ভালো, আপনি যখন কারও রিটুইট লুকিয়ে ফেলতে যাবেন, তখন আপনার কাছে একটি পপআপ আসবে। যার মাধ্যমে আপনার এই কাজের কারণ জানতে চাইবে। তা ছাড়া অন্য আরেকটি পপআপের মাধ্যমে আপনি ওই ইউজারকে আপনার অ্যাকাউন্ট থেকে ব্লক করতে চান কি না, টুইটার তা জানতে চাইবে।
বলে রাখা ভালো, আপনার লুকিয়ে ফেলা রিটুইট একবারে মুছে ফেলা যাবে না, বরং অন্য আরেকটি পেজে চলে যাবে। আপনার কোনো ফলোয়ার চাইলে ডট অপশনে ক্লিক করার মাধ্যমে লুকিয়ে ফেলা রিটুইটগুলো দেখতে পারবেন।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এমন এক প্ল্যাটফর্ম, যেখানে আপনি সহজেই যে কারও সঙ্গেই যুক্ত হতে পারবেন। দুনিয়ার বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে যুক্ত হয়ে তাদের সম্বন্ধে জানতে পারবেন। এক কথায় ভার্চুয়াল পুরো দুনিয়াই ঘুরে ফেলতে পারবেন। তাদের টুইটে রিটুইট করতে পারবেন। তবে আছে বিড়ম্বনাও। কারণ, অনেকেই তাদের রিটুইটের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়। তবে আপনি চাইলেই আপনার অপছন্দের রিটুইটগুলো লুকিয়ে ফেলতে পারবেন। দুঃখজনক হলেও সত্যি, এই রিটুইটগুলো মুছে ফেলার কোনো সুযোগ নেই।
রিটুইট লুকিয়ে ফেলতে যা যা করণীয়-
১) টুইটার অ্যাকাউন্ট লগ ইন করুন
২) আপনার যে টুইট থেকে রিটুইট লুকাতে চাইছেন, সেখানে ক্লিক করুন
৩) এরপর, স্ক্রল করে অপছন্দের রিটুইটের "..." এখানে ক্লিক করলেই, আপনার সামনে মেনু বার চলে আসবে। সেখান থেকে 'হাইড রিপ্লাই ' অপশন সিলেক্ট করলেই আপনার কাজ হয়ে যাবে।
তবে বলে রাখা ভালো, আপনি যখন কারও রিটুইট লুকিয়ে ফেলতে যাবেন, তখন আপনার কাছে একটি পপআপ আসবে। যার মাধ্যমে আপনার এই কাজের কারণ জানতে চাইবে। তা ছাড়া অন্য আরেকটি পপআপের মাধ্যমে আপনি ওই ইউজারকে আপনার অ্যাকাউন্ট থেকে ব্লক করতে চান কি না, টুইটার তা জানতে চাইবে।
বলে রাখা ভালো, আপনার লুকিয়ে ফেলা রিটুইট একবারে মুছে ফেলা যাবে না, বরং অন্য আরেকটি পেজে চলে যাবে। আপনার কোনো ফলোয়ার চাইলে ডট অপশনে ক্লিক করার মাধ্যমে লুকিয়ে ফেলা রিটুইটগুলো দেখতে পারবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫