প্রযুক্তি ডেস্ক
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে গান খোঁজার নতুন সুবিধা চালু করেছে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। অ্যাপটির সার্চ বারে ‘নিউ মিউজিক’ লিখে ‘সার্চ’ বাটনে ক্লিক করলে গান খোঁজার একটি হাব অথবা হ্যাশট্যাগ দেখতে পাবেন ব্যবহারকারীরা। সেখান থেকে নতুন গান এবং নতুন শিল্পী খুঁজে পাবেন তাঁরা। শিল্পীরাও নিজেদের গান প্রচারের সুযোগ পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন গান খোঁজার সময় ব্যবহারকারীদের ভিন্ন অভিজ্ঞতা দিতে নতুন এই সুবিধা চালু করেছে টিকটক। যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড জোনাস ব্রাদার্স ও গায়ক মিগুয়েলের মতো বড় তারকারা এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এরই মধ্যে।
টিকটক জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর আগেই অ্যাপটিতে ‘নিউ মিউজিক’ হ্যাশট্যাগের ১ হাজার ৮০০ কোটি ভিউ হয়েছে। তবে নতুন সুবিধা চালুর অল্প সময়ের মধ্যেই এই ভিউ সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ হাজার ৯১০ কোটিতে।
আগে থেকেই অনেক শিল্পী তাঁদের গান প্রচারে এবং দর্শকদের কাছে পৌঁছাতে মিউজিকলি অ্যাপ ব্যবহার করতেন। তবে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ১০০ কোটি ডলারে মিউজিকলি কিনে নেওয়ার পর এটি টিকটক অ্যাপে যুক্ত হয়।
টিকটকের মিউজিক অপারেশনের গ্লোবাল হেড পল হোরিকান একটি বিবৃতিতে বলেন, ‘আমরা নিউ মিউজিক হাব চালু করতে পেরে আনন্দিত। এটি গান খোঁজার একটি বৈশ্বিক হাব। যেখানে বিশ্বের জনপ্রিয় তারকা, সুপারস্টার থেকে শুরু করে উদীয়মান গায়ক— সব ধরনের শিল্পীরাই নিজেদের তুলে ধরতে পারবেন।’
গত নভেম্বরে প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বড় বড় লেবেলগুলো টিকটকের সঙ্গে তাদের চুক্তি নিয়ে নিয়ে পুনরায় আলোচনা করতে চাচ্ছিল। মূলত লেবেলগুলো রয়্যালটির পরিমাণ বাড়াতে চাইছে।
এদিকে, টিকটকে শিগগির চালু হতে পারে এআই প্রযুক্তির মাধ্যমে অ্যাভাটার তৈরির সুবিধা। টুলটির নাম ‘এআই অ্যাভাটার’। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটিতে ৩ থেকে ১০টি ছবি আপলোড করার পর এবং পাঁচটি স্টাইল বেছে নেওয়া যাবে। তারপর কয়েক মিনিটের মধ্যে টুলটি ৩০টি পর্যন্ত পৃথক অ্যাভাটার তৈরি করে দেবে। এখান থেকে এক বা একাধিক ছবি ডাউনলোড করা যাবে। ছবিগুলো প্রোফাইল পিকচার বা স্টোরিতে ব্যবহার করা যাবে।
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে গান খোঁজার নতুন সুবিধা চালু করেছে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। অ্যাপটির সার্চ বারে ‘নিউ মিউজিক’ লিখে ‘সার্চ’ বাটনে ক্লিক করলে গান খোঁজার একটি হাব অথবা হ্যাশট্যাগ দেখতে পাবেন ব্যবহারকারীরা। সেখান থেকে নতুন গান এবং নতুন শিল্পী খুঁজে পাবেন তাঁরা। শিল্পীরাও নিজেদের গান প্রচারের সুযোগ পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন গান খোঁজার সময় ব্যবহারকারীদের ভিন্ন অভিজ্ঞতা দিতে নতুন এই সুবিধা চালু করেছে টিকটক। যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড জোনাস ব্রাদার্স ও গায়ক মিগুয়েলের মতো বড় তারকারা এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এরই মধ্যে।
টিকটক জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর আগেই অ্যাপটিতে ‘নিউ মিউজিক’ হ্যাশট্যাগের ১ হাজার ৮০০ কোটি ভিউ হয়েছে। তবে নতুন সুবিধা চালুর অল্প সময়ের মধ্যেই এই ভিউ সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ হাজার ৯১০ কোটিতে।
আগে থেকেই অনেক শিল্পী তাঁদের গান প্রচারে এবং দর্শকদের কাছে পৌঁছাতে মিউজিকলি অ্যাপ ব্যবহার করতেন। তবে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ১০০ কোটি ডলারে মিউজিকলি কিনে নেওয়ার পর এটি টিকটক অ্যাপে যুক্ত হয়।
টিকটকের মিউজিক অপারেশনের গ্লোবাল হেড পল হোরিকান একটি বিবৃতিতে বলেন, ‘আমরা নিউ মিউজিক হাব চালু করতে পেরে আনন্দিত। এটি গান খোঁজার একটি বৈশ্বিক হাব। যেখানে বিশ্বের জনপ্রিয় তারকা, সুপারস্টার থেকে শুরু করে উদীয়মান গায়ক— সব ধরনের শিল্পীরাই নিজেদের তুলে ধরতে পারবেন।’
গত নভেম্বরে প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বড় বড় লেবেলগুলো টিকটকের সঙ্গে তাদের চুক্তি নিয়ে নিয়ে পুনরায় আলোচনা করতে চাচ্ছিল। মূলত লেবেলগুলো রয়্যালটির পরিমাণ বাড়াতে চাইছে।
এদিকে, টিকটকে শিগগির চালু হতে পারে এআই প্রযুক্তির মাধ্যমে অ্যাভাটার তৈরির সুবিধা। টুলটির নাম ‘এআই অ্যাভাটার’। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটিতে ৩ থেকে ১০টি ছবি আপলোড করার পর এবং পাঁচটি স্টাইল বেছে নেওয়া যাবে। তারপর কয়েক মিনিটের মধ্যে টুলটি ৩০টি পর্যন্ত পৃথক অ্যাভাটার তৈরি করে দেবে। এখান থেকে এক বা একাধিক ছবি ডাউনলোড করা যাবে। ছবিগুলো প্রোফাইল পিকচার বা স্টোরিতে ব্যবহার করা যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৫ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৫ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৫ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৫ দিন আগে