প্রযুক্তি ডেস্ক
ইলন মাস্ক মাইক্রো ব্লগিং সাইট টুইটার অধিগ্রহণের পর থেকেই আর্থিক সংকটে ভুগছে প্রতিষ্ঠানটি। অনেক বিজ্ঞাপনদাতা প্ল্যাটফর্মটি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণেই মূলত আয় কমেছে টুইটারের। গত এক বছরে টুইটারের আয় প্রায় ৪০ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানের ব্যয় কমাতে কর্মী ছাঁটাইসহ নিয়েছেন নানা পদক্ষেপ। আয় বাড়াতে নিয়েছেন ব্লু টিক সাবস্ক্রিপশনের মতো আলোচিত ও সমালোচিত সিদ্ধান্তও। এত সমালোচনার মধ্যেই আবার কর্মী ছাঁটাই করেছে টুইটার।
দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, অন্তত ৫০ জন কর্মী ছাঁটাই করেছে টুইটার। মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকে এখন পর্যন্ত অষ্টম দফা কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি, যার মধ্যে রয়েছে বিজ্ঞাপন প্রযুক্তি, টুইটারের মূল অ্যাপ বিভাগও। টুইটারের খরচ কমানোর জন্য এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। টুইটার অধিগ্রহণের পরপরই কর্মীর সংখ্যা কমিয়ে ২ হাজারের নিচে নামিয়ে আনার কথা বলেছিলেন তিনি।
সম্প্রতি দিল্লি ও মুম্বাইয়ের টুইটার অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে প্রথমবারের মতো গাঁজা কারবারিদের বিজ্ঞাপনের অনুমতি দেয় টুইটার। তবে শুধু যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে গাঁজা বৈধ, শুধু সেসব রাজ্যের জন্যই দেওয়া যাবে বিজ্ঞাপন। টুইটার এরই মধ্যে ২১টি অঙ্গরাজ্যে গাঁজা বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দিয়েছে। ফলে আপাতত যুক্তরাষ্ট্রের গাঁজা কারবারিদের জন্যই এই সুবিধা থাকছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী টুইটার জানায়, বিজ্ঞাপন দেওয়ার জন্য গাঁজা কোম্পানিগুলোর সরকারের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার দেওয়া লাইসেন্স থাকতে হবে। ফলে অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কোম্পানিগুলোকে। তা ছাড়া, যেসব এলাকায় গাঁজা বৈধ, শুধু সেই সব এলাকাতেই বিজ্ঞাপন দেখা যাবে। এ ছাড়া টুইটার নিয়ম করেছে, ২১ বছরের কম বয়সীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়া যাবে না।
ইলন মাস্ক মাইক্রো ব্লগিং সাইট টুইটার অধিগ্রহণের পর থেকেই আর্থিক সংকটে ভুগছে প্রতিষ্ঠানটি। অনেক বিজ্ঞাপনদাতা প্ল্যাটফর্মটি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণেই মূলত আয় কমেছে টুইটারের। গত এক বছরে টুইটারের আয় প্রায় ৪০ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানের ব্যয় কমাতে কর্মী ছাঁটাইসহ নিয়েছেন নানা পদক্ষেপ। আয় বাড়াতে নিয়েছেন ব্লু টিক সাবস্ক্রিপশনের মতো আলোচিত ও সমালোচিত সিদ্ধান্তও। এত সমালোচনার মধ্যেই আবার কর্মী ছাঁটাই করেছে টুইটার।
দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, অন্তত ৫০ জন কর্মী ছাঁটাই করেছে টুইটার। মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকে এখন পর্যন্ত অষ্টম দফা কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি, যার মধ্যে রয়েছে বিজ্ঞাপন প্রযুক্তি, টুইটারের মূল অ্যাপ বিভাগও। টুইটারের খরচ কমানোর জন্য এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। টুইটার অধিগ্রহণের পরপরই কর্মীর সংখ্যা কমিয়ে ২ হাজারের নিচে নামিয়ে আনার কথা বলেছিলেন তিনি।
সম্প্রতি দিল্লি ও মুম্বাইয়ের টুইটার অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে প্রথমবারের মতো গাঁজা কারবারিদের বিজ্ঞাপনের অনুমতি দেয় টুইটার। তবে শুধু যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে গাঁজা বৈধ, শুধু সেসব রাজ্যের জন্যই দেওয়া যাবে বিজ্ঞাপন। টুইটার এরই মধ্যে ২১টি অঙ্গরাজ্যে গাঁজা বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দিয়েছে। ফলে আপাতত যুক্তরাষ্ট্রের গাঁজা কারবারিদের জন্যই এই সুবিধা থাকছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী টুইটার জানায়, বিজ্ঞাপন দেওয়ার জন্য গাঁজা কোম্পানিগুলোর সরকারের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার দেওয়া লাইসেন্স থাকতে হবে। ফলে অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কোম্পানিগুলোকে। তা ছাড়া, যেসব এলাকায় গাঁজা বৈধ, শুধু সেই সব এলাকাতেই বিজ্ঞাপন দেখা যাবে। এ ছাড়া টুইটার নিয়ম করেছে, ২১ বছরের কম বয়সীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়া যাবে না।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫