প্রযুক্তি ডেস্ক
আইফোন ও আইপ্যাডে এখন থেকে দেখা যাবে কতজন টুইট বুকমার্ক করেছেন। পাশাপাশি প্রতিটি টুইটের রি–টুইট, মন্তব্য ও লাইকের সংখ্যা দেখানোর সুবিধাও চালু করেছে টুইটার। তবে এ সুবিধা আপাতত শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের সাপোর্ট অ্যাকাউন্ট থেকে এক টুইটে নতুন এই সুবিধার কথা জানানো হয়। এই সুবিধার মাধ্যমে টুইট কতজন বুকমার্ক করেছেন তা জানা গেলেও ঠিক কে কে বুকমার্ক করেছেন, তা জানার কোনো সুযোগ নেই। টুইটার জানিয়েছে, আপাতত এই সুবিধা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাওয়া গেলেও ভবিষ্যতে অন্যান্য প্ল্যাটফর্মেও চালু করা হবে।
সম্প্রতি, টুইটের সীমা ২৮০ ক্যারেক্টার থেকে ১০ হাজার ক্যারেক্টারে উন্নীত করার কথা জানান মাস্ক। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি টেকসাইটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক ইউটিউবার এক টুইটে প্ল্যাটফর্মের নতুন আপডেটের বিষয়ে মাস্ককে প্রশ্ন করেন। রিপ্লাইতে মাস্ক জানান, শিগগির ১০ হাজার অক্ষরের লংফর্ম পোস্ট করা যাবে টুইটারে।
২০০৬ সালে টুইটারের শুরুর দিকে সর্বোচ্চ মাত্র ১৪০ ক্যারেক্টারের মধ্যে টুইট করা যেত। তবে ব্যবহারকারীদের বড় পোস্ট করার চাহিদা থাকায় ২০১৮ সালে এ সীমা বাড়িয়ে ২৮০ করে টুইটার।
এর আগে, মাইক্রো ব্লগিং সাইট টুইটারের মেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালুর ঘোষণা দেয় মাস্ক। এ ছাড়া, প্রত্যেক মেসেজের রিপ্লাই আলাদাভাবে দেওয়ার সুবিধাও চালু করছে টুইটার। ইমোজি দেওয়ার সুবিধাও আনা হচ্ছে চলতি মাসের শেষে।
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক টুইটে জানান, ডিরেক্ট মেসেজের মাধ্যমে পাঠানো মেসেজের উত্তর আলাদাভাবে দেওয়ার পাশাপাশি ইমোজির ব্যবহারের সুবিধা চালুর জন্য কাজ করছে টুইটার। এ ছাড়া, এনক্রিপশন সুবিধা চালুর জন্যও কাজ চলছে। চলতি মাসের শেষ দিকে এসব সুবিধা চালু হতে পারে বলেও জানা তিনি। ডিরেক্ট মেসেজ সুবিধায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা যোগ করতে গত নভেম্বর থেকেই কিছুটা গোপনেই কাজ করছিল টুইটার।
আইফোন ও আইপ্যাডে এখন থেকে দেখা যাবে কতজন টুইট বুকমার্ক করেছেন। পাশাপাশি প্রতিটি টুইটের রি–টুইট, মন্তব্য ও লাইকের সংখ্যা দেখানোর সুবিধাও চালু করেছে টুইটার। তবে এ সুবিধা আপাতত শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের সাপোর্ট অ্যাকাউন্ট থেকে এক টুইটে নতুন এই সুবিধার কথা জানানো হয়। এই সুবিধার মাধ্যমে টুইট কতজন বুকমার্ক করেছেন তা জানা গেলেও ঠিক কে কে বুকমার্ক করেছেন, তা জানার কোনো সুযোগ নেই। টুইটার জানিয়েছে, আপাতত এই সুবিধা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাওয়া গেলেও ভবিষ্যতে অন্যান্য প্ল্যাটফর্মেও চালু করা হবে।
সম্প্রতি, টুইটের সীমা ২৮০ ক্যারেক্টার থেকে ১০ হাজার ক্যারেক্টারে উন্নীত করার কথা জানান মাস্ক। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি টেকসাইটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক ইউটিউবার এক টুইটে প্ল্যাটফর্মের নতুন আপডেটের বিষয়ে মাস্ককে প্রশ্ন করেন। রিপ্লাইতে মাস্ক জানান, শিগগির ১০ হাজার অক্ষরের লংফর্ম পোস্ট করা যাবে টুইটারে।
২০০৬ সালে টুইটারের শুরুর দিকে সর্বোচ্চ মাত্র ১৪০ ক্যারেক্টারের মধ্যে টুইট করা যেত। তবে ব্যবহারকারীদের বড় পোস্ট করার চাহিদা থাকায় ২০১৮ সালে এ সীমা বাড়িয়ে ২৮০ করে টুইটার।
এর আগে, মাইক্রো ব্লগিং সাইট টুইটারের মেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালুর ঘোষণা দেয় মাস্ক। এ ছাড়া, প্রত্যেক মেসেজের রিপ্লাই আলাদাভাবে দেওয়ার সুবিধাও চালু করছে টুইটার। ইমোজি দেওয়ার সুবিধাও আনা হচ্ছে চলতি মাসের শেষে।
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক টুইটে জানান, ডিরেক্ট মেসেজের মাধ্যমে পাঠানো মেসেজের উত্তর আলাদাভাবে দেওয়ার পাশাপাশি ইমোজির ব্যবহারের সুবিধা চালুর জন্য কাজ করছে টুইটার। এ ছাড়া, এনক্রিপশন সুবিধা চালুর জন্যও কাজ চলছে। চলতি মাসের শেষ দিকে এসব সুবিধা চালু হতে পারে বলেও জানা তিনি। ডিরেক্ট মেসেজ সুবিধায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা যোগ করতে গত নভেম্বর থেকেই কিছুটা গোপনেই কাজ করছিল টুইটার।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫