প্রযুক্তি ডেস্ক
কর্মী ছাঁটাই করেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’। সাম্প্রতিক সময়ে কর্মী ছাঁটাইয়ে মনোযোগী হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় ছাঁটাইয়ের পথে হাঁটল ট্রাম্পের এই প্ল্যাটফর্মও।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’ ৬ জন কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা উইলিয়াম ‘বিজে’ লসনও রয়েছেন। ডিজিটাল ইন্টেলিজেন্স ফার্ম সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্টে ট্রুথ সোশ্যালের মাসিক ওয়েব ও ডেস্কটপ ভিজিটর ছিল ১ কোটি ১৫ লাখ। তবে গত ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী এই সংখ্যা নেমে আসে মাত্র ৫৭ লাখে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর গত বছর ‘ট্রুথ সোশ্যাল’ নামে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার সময় উসকানিমূলক পোস্ট দেওয়ার কারণে ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফেসবুক। সংস্থাটির ওভারসাইট বোর্ড সেই নিষেধাজ্ঞা বহাল রাখলেও ‘চিরতরে নিষিদ্ধের’ শাস্তির সমালোচনা করেছিল। তারা বলেছিল, ‘এমন শাস্তির ব্যবস্থা করতে হবে, যা সাধারণ জনগণের ক্ষেত্রেও প্রযোজ্য হয়।’
যৌক্তিক শাস্তি নির্ধারণ করতে ফেসবুক কর্তৃপক্ষকে ছয় মাস সময় দিয়েছিল ওভারসাইট বোর্ড। তবে এক মাসের মধ্যেই ফেসবুক তাদের সিদ্ধান্ত জানায়। সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাম্পকে দুই বছরের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়, যা ওই বছরের ৭ জানুয়ারি থেকে কার্যকর হয়।
টুইটারে ট্রাম্পের স্থগিত অ্যাকাউন্ট আবার চালু করেন ইলন মাস্ক। তবে টুইটারে আর ফিরবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইলন মাস্ক আমাকে টুইটারে ফেরাতে পোল (মতামত জরিপ) করেছে, এর জন্য আমি অভিভূত। তবে আমি টুইটারে ফিরছি না।’ তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের কথা মাথায় রেখে পরবর্তীতে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার বিষয়টি বিবেচনায় রেখে তাঁর দল রিপাবলিকান পার্টি ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটাকে ট্রাম্পের অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করে।
গত ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ ডিজিটালের সঙ্গে কথা বলার সময় মেটার সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেন সাবেক এই প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি। পুরো ব্যাপারটি কীভাবে কাজ করবে, তা আমরা পর্যালোচনা করে দেখছি।’
কর্মী ছাঁটাই করেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’। সাম্প্রতিক সময়ে কর্মী ছাঁটাইয়ে মনোযোগী হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় ছাঁটাইয়ের পথে হাঁটল ট্রাম্পের এই প্ল্যাটফর্মও।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’ ৬ জন কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা উইলিয়াম ‘বিজে’ লসনও রয়েছেন। ডিজিটাল ইন্টেলিজেন্স ফার্ম সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্টে ট্রুথ সোশ্যালের মাসিক ওয়েব ও ডেস্কটপ ভিজিটর ছিল ১ কোটি ১৫ লাখ। তবে গত ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী এই সংখ্যা নেমে আসে মাত্র ৫৭ লাখে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর গত বছর ‘ট্রুথ সোশ্যাল’ নামে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার সময় উসকানিমূলক পোস্ট দেওয়ার কারণে ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফেসবুক। সংস্থাটির ওভারসাইট বোর্ড সেই নিষেধাজ্ঞা বহাল রাখলেও ‘চিরতরে নিষিদ্ধের’ শাস্তির সমালোচনা করেছিল। তারা বলেছিল, ‘এমন শাস্তির ব্যবস্থা করতে হবে, যা সাধারণ জনগণের ক্ষেত্রেও প্রযোজ্য হয়।’
যৌক্তিক শাস্তি নির্ধারণ করতে ফেসবুক কর্তৃপক্ষকে ছয় মাস সময় দিয়েছিল ওভারসাইট বোর্ড। তবে এক মাসের মধ্যেই ফেসবুক তাদের সিদ্ধান্ত জানায়। সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাম্পকে দুই বছরের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়, যা ওই বছরের ৭ জানুয়ারি থেকে কার্যকর হয়।
টুইটারে ট্রাম্পের স্থগিত অ্যাকাউন্ট আবার চালু করেন ইলন মাস্ক। তবে টুইটারে আর ফিরবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইলন মাস্ক আমাকে টুইটারে ফেরাতে পোল (মতামত জরিপ) করেছে, এর জন্য আমি অভিভূত। তবে আমি টুইটারে ফিরছি না।’ তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের কথা মাথায় রেখে পরবর্তীতে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার বিষয়টি বিবেচনায় রেখে তাঁর দল রিপাবলিকান পার্টি ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটাকে ট্রাম্পের অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করে।
গত ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ ডিজিটালের সঙ্গে কথা বলার সময় মেটার সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেন সাবেক এই প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি। পুরো ব্যাপারটি কীভাবে কাজ করবে, তা আমরা পর্যালোচনা করে দেখছি।’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৫ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫