প্রযুক্তি ডেস্ক
সোশ্যাল মিডিয়াতে অবমাননাকর মন্তব্যের দেখা মেলে হরহামেশাই। ফেসবুক টুইটারের মতো প্ল্যাটফর্মগুলোতে এ সকল মন্তব্যের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হলেও ইউটিউবে দেখা যায়নি এমন কোনো উদ্যোগ।
দ্য ভার্জের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইউটিউবে অনেক ভালো মানের ভিডিওর নিচেও বিভিন্ন ধরনের অবমাননাকর মন্তব্য করে থাকেন অনেকে। ভিডিওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এ সকল মন্তব্যের কারণে ভিডিও নির্মাতাদের পাশাপাশি দর্শকেরাও বিব্রত বোধ করেন। তাই প্ল্যাটফর্মে অবমাননাকর মন্তব্য নিয়ন্ত্রণে নতুন সুবিধা চালু করছে ইউটিউব। নতুন এ সুবিধা চালু হলে স্বয়ংক্রিয়ভাবে অবমাননাকর মন্তব্য শনাক্ত করবে ইউটিউব। সেই সঙ্গে মন্তব্যকারীদের সতর্ক বার্তাও পাঠানো হবে। এ ছাড়া, মন্তব্যটি মুছে ফেলার পাশাপাশি একাধিক অবমাননাকর মন্তব্যকারীদের ২৪ ঘণ্টার জন্য মন্তব্য করার সুবিধা থেকে বিরত রাখবে ইউটিউব।
ইউটিউব কর্তৃপক্ষ জানায়, ইউটিউবের নীতিমালা ভঙ্গ করা মন্তব্যগুলোর নেতিবাচক প্রভাব পড়ে অন্যান্য ব্যবহারকারীদের ওপর। এ প্রভাব থেকে থেকে অন্য ব্যবহারকারীদের রক্ষা করতেই মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। অবমাননাকর মন্তব্য ঠেকাতে এর মধ্যেই সাফল্য মিলেছে।
উল্লেখ্য, সম্প্রতি লাইনাস টেক টিপস, জ্যাকসেপটিকআই এবং এমকেএইচবিডি সহ অনেক নির্মাতারা এ বছর ইউটিউবের কমেন্ট সেকশনে ব্যবহারকারীদের করা ‘স্প্যাম’ নিয়ে ভিডিও তৈরি করেছেন। বর্তমানে ইউটিউব শুধুমাত্র ইংরেজি ভাষায় লেখা মন্তব্যগুলোই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে সক্ষম। অবমাননাকর মন্তব্য নিয়ন্ত্রণে নিজেদের মন্তব্য শনাক্তকরণ পদ্ধতিতে আরও বেশ কয়েকটি ভাষা যুক্তের পরিকল্পনা ভিডিও শেয়ারিং সাইটটি।
সোশ্যাল মিডিয়াতে অবমাননাকর মন্তব্যের দেখা মেলে হরহামেশাই। ফেসবুক টুইটারের মতো প্ল্যাটফর্মগুলোতে এ সকল মন্তব্যের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হলেও ইউটিউবে দেখা যায়নি এমন কোনো উদ্যোগ।
দ্য ভার্জের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইউটিউবে অনেক ভালো মানের ভিডিওর নিচেও বিভিন্ন ধরনের অবমাননাকর মন্তব্য করে থাকেন অনেকে। ভিডিওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এ সকল মন্তব্যের কারণে ভিডিও নির্মাতাদের পাশাপাশি দর্শকেরাও বিব্রত বোধ করেন। তাই প্ল্যাটফর্মে অবমাননাকর মন্তব্য নিয়ন্ত্রণে নতুন সুবিধা চালু করছে ইউটিউব। নতুন এ সুবিধা চালু হলে স্বয়ংক্রিয়ভাবে অবমাননাকর মন্তব্য শনাক্ত করবে ইউটিউব। সেই সঙ্গে মন্তব্যকারীদের সতর্ক বার্তাও পাঠানো হবে। এ ছাড়া, মন্তব্যটি মুছে ফেলার পাশাপাশি একাধিক অবমাননাকর মন্তব্যকারীদের ২৪ ঘণ্টার জন্য মন্তব্য করার সুবিধা থেকে বিরত রাখবে ইউটিউব।
ইউটিউব কর্তৃপক্ষ জানায়, ইউটিউবের নীতিমালা ভঙ্গ করা মন্তব্যগুলোর নেতিবাচক প্রভাব পড়ে অন্যান্য ব্যবহারকারীদের ওপর। এ প্রভাব থেকে থেকে অন্য ব্যবহারকারীদের রক্ষা করতেই মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। অবমাননাকর মন্তব্য ঠেকাতে এর মধ্যেই সাফল্য মিলেছে।
উল্লেখ্য, সম্প্রতি লাইনাস টেক টিপস, জ্যাকসেপটিকআই এবং এমকেএইচবিডি সহ অনেক নির্মাতারা এ বছর ইউটিউবের কমেন্ট সেকশনে ব্যবহারকারীদের করা ‘স্প্যাম’ নিয়ে ভিডিও তৈরি করেছেন। বর্তমানে ইউটিউব শুধুমাত্র ইংরেজি ভাষায় লেখা মন্তব্যগুলোই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে সক্ষম। অবমাননাকর মন্তব্য নিয়ন্ত্রণে নিজেদের মন্তব্য শনাক্তকরণ পদ্ধতিতে আরও বেশ কয়েকটি ভাষা যুক্তের পরিকল্পনা ভিডিও শেয়ারিং সাইটটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫