প্রযুক্তি ডেস্ক
ছবি শেয়ারের জনপ্রিয় প্ল্যাটফর্ম নতুন এক ফিচার ‘ইনস্টাগ্রাম রিলস’। যার মাধ্যমে একজন ইউজার ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করে ১৫ সেকেন্ডের ভিডিও খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। শুধু তাই নয় ইনস্টাগ্রাম প্রোফাইলের যেকোনো জায়গায় শেয়ার দিতে পারেন। তবে নতুন এই ফিচার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৫০টি দেশে চালু আছে।
গতকাল বৃহস্পতিবার এই ইনস্টাগ্রাম রিলে আরও দুটি নতুন ফিচার যোগ করেছে প্রতিষ্ঠানটি। তা হলো-টেক্সট টু স্পিচ এবং ভয়েস এফেক্টস। এরই মধ্যেই এ ফিচার দুটি টিকটকে বেশ জনপ্রিয় থাকলেও কনটেন্ট ক্রিয়েটররা এখন ইনস্টাগ্রামেও এর স্বাদ পাবেন। ধারণা করা হচ্ছে, ছোট দৈর্ঘ্যের ভিডিওর ক্ষেত্রে টিকটককে টেক্কা দিতেই তাদের এই প্রয়াস। শুধু তাই নয়, রিলে ভিডিও ক্রিয়েটরদের বড় অঙ্কের বোনাস দেওয়া হবে বলেও জানিয়েছে ইনস্টাগ্রাম।
অন্ধ এবং ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোকদের ক্ষেত্রে এই টেক্সট টু স্পিচ ফিচার বেশ সহায়ক। কারণ এর মাধ্যমে তাঁরা যেকোনো লেখা খুব সহজেই বুঝতে পারেন। টিকটকের টেক্সট টু স্পিচ ফিচারের রোবোটিক ভয়েস তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল। এই ফিচারের পেছনে ভয়েস দেওয়া শিল্পী পরে টিকটকের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন। কারণ তিনি ফিচারটি ব্যবহার করে ভয়েস রেকর্ডের অনুমতি দেননি। পরবর্তীতে এই ফিচারে ভয়েস আর্টিস্ট পরিবর্তন করে টিকটক।
অবশ্য নিজের ভয়েস দেওয়ার সুযোগ থাকায় টেক্সট টু স্পিচ ফিচার খুব একটা ব্যবহার করেন না কনটেন্ট ক্রিয়েটররা। তবে মজার ভিডিও তৈরিতে এই ফিচার ব্যবহার করা হয়। ইনস্টাগ্রামে এই ফিচার ‘রিলস ক্যামেরা’র টেক্সট টুলের মধ্যে পাওয়া যাবে। ভিডিও রেকর্ড করে আপলোড করার পরেই এখানে টেক্সট যোগ করা যাবে।
একবার টেক্সট যোগ করা হয়ে গেলে স্ক্রিনের নিচে টেক্সট বাবল দেখা যাবে। এই টেক্সট ওই ভিডিওতে কখন প্রদর্শিত হবে ব্যবহারকারী সে সময়সীমা বেঁধে দিতে পারেন। তবে এখন প্রতিটি টেক্সট বাবলের জন্য একটি থ্রি ডট বাটন পাবেন, যেখানে ক্লিক করলে নতুন এক মেনু সামনে আসবে। যা টেক্সটকে ভয়েসে রূপান্তর করবে।
এর ভয়েস ইফেক্ট ফিচার রিলের ভিডিওগুলো আরও সৃষ্টিশীল করে তুলবে। রিল রেকর্ড করার পরে মিউজিক নোটে চাপ দিলেই ইফেক্টগুলো দেখা যাবে। সেখানে থাকা ইফেক্ট মেনুর সাহায্যে ব্যবহারকারী নিজের মতো করে রিলের অডিও পরিবর্তন করতে পারবেন। মোবাইলে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নতুন চালু হওয়া এই ফিচার দুটি ব্যবহার করতে পারছেন।
ছবি শেয়ারের জনপ্রিয় প্ল্যাটফর্ম নতুন এক ফিচার ‘ইনস্টাগ্রাম রিলস’। যার মাধ্যমে একজন ইউজার ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করে ১৫ সেকেন্ডের ভিডিও খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। শুধু তাই নয় ইনস্টাগ্রাম প্রোফাইলের যেকোনো জায়গায় শেয়ার দিতে পারেন। তবে নতুন এই ফিচার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৫০টি দেশে চালু আছে।
গতকাল বৃহস্পতিবার এই ইনস্টাগ্রাম রিলে আরও দুটি নতুন ফিচার যোগ করেছে প্রতিষ্ঠানটি। তা হলো-টেক্সট টু স্পিচ এবং ভয়েস এফেক্টস। এরই মধ্যেই এ ফিচার দুটি টিকটকে বেশ জনপ্রিয় থাকলেও কনটেন্ট ক্রিয়েটররা এখন ইনস্টাগ্রামেও এর স্বাদ পাবেন। ধারণা করা হচ্ছে, ছোট দৈর্ঘ্যের ভিডিওর ক্ষেত্রে টিকটককে টেক্কা দিতেই তাদের এই প্রয়াস। শুধু তাই নয়, রিলে ভিডিও ক্রিয়েটরদের বড় অঙ্কের বোনাস দেওয়া হবে বলেও জানিয়েছে ইনস্টাগ্রাম।
অন্ধ এবং ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোকদের ক্ষেত্রে এই টেক্সট টু স্পিচ ফিচার বেশ সহায়ক। কারণ এর মাধ্যমে তাঁরা যেকোনো লেখা খুব সহজেই বুঝতে পারেন। টিকটকের টেক্সট টু স্পিচ ফিচারের রোবোটিক ভয়েস তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল। এই ফিচারের পেছনে ভয়েস দেওয়া শিল্পী পরে টিকটকের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন। কারণ তিনি ফিচারটি ব্যবহার করে ভয়েস রেকর্ডের অনুমতি দেননি। পরবর্তীতে এই ফিচারে ভয়েস আর্টিস্ট পরিবর্তন করে টিকটক।
অবশ্য নিজের ভয়েস দেওয়ার সুযোগ থাকায় টেক্সট টু স্পিচ ফিচার খুব একটা ব্যবহার করেন না কনটেন্ট ক্রিয়েটররা। তবে মজার ভিডিও তৈরিতে এই ফিচার ব্যবহার করা হয়। ইনস্টাগ্রামে এই ফিচার ‘রিলস ক্যামেরা’র টেক্সট টুলের মধ্যে পাওয়া যাবে। ভিডিও রেকর্ড করে আপলোড করার পরেই এখানে টেক্সট যোগ করা যাবে।
একবার টেক্সট যোগ করা হয়ে গেলে স্ক্রিনের নিচে টেক্সট বাবল দেখা যাবে। এই টেক্সট ওই ভিডিওতে কখন প্রদর্শিত হবে ব্যবহারকারী সে সময়সীমা বেঁধে দিতে পারেন। তবে এখন প্রতিটি টেক্সট বাবলের জন্য একটি থ্রি ডট বাটন পাবেন, যেখানে ক্লিক করলে নতুন এক মেনু সামনে আসবে। যা টেক্সটকে ভয়েসে রূপান্তর করবে।
এর ভয়েস ইফেক্ট ফিচার রিলের ভিডিওগুলো আরও সৃষ্টিশীল করে তুলবে। রিল রেকর্ড করার পরে মিউজিক নোটে চাপ দিলেই ইফেক্টগুলো দেখা যাবে। সেখানে থাকা ইফেক্ট মেনুর সাহায্যে ব্যবহারকারী নিজের মতো করে রিলের অডিও পরিবর্তন করতে পারবেন। মোবাইলে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নতুন চালু হওয়া এই ফিচার দুটি ব্যবহার করতে পারছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫