প্রযুক্তি ডেস্ক
টুইটারের প্রায় দুই-তৃতীয়াংশ কর্মী ছাঁটাইয়ের পর এবার কর্মী নিয়োগে মনোযোগী হতে চান ইলন মাস্ক। আজ স্থানীয় সময় মঙ্গলবার টুইটার কর্মীদের সঙ্গে এক মিটিংয়ে কথা জানান তিনি।
মিটিংয়ের একটি ভিডিও রেকর্ডিং এবং এতে অংশগ্রহণকারী দুজনের সূত্র ধরে দ্য ভার্জ তাদের এক প্রতিবেদনে জানায়, টুইটার ইঞ্জিনিয়ারিং ও বিক্রয় বিভাগে কর্মী নিয়োগ করছে। টুইটার কর্মীদের তাঁদের জানাশোনা যোগ্য প্রার্থীদের রেফার করার জন্য বলেন ইলন মাস্ক।
তবে একই দিনে টুইটারের বিক্রয় বিভাগে কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটে। বিক্রয় বিভাগের ঊর্ধ্বতন নেতৃত্বে থাকা প্রায় সবাই চাকরিচ্যুত হন।
ইলন মাস্ক অবশ্য নিশ্চিত করে বলেননি ঠিক কোন কোন পদে তিনি কর্মী নিয়োগ করছেন। টুইটারের ওয়েবসাইটেও কর্মী নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেই। কেমন কর্মী খুঁজছেন—এ ব্যাপারে মিটিংয়ে ইলন মাস্ক বলেন, ‘যাঁরা সফটওয়্যার বানানোতে দক্ষ, তাঁরা অগ্রাধিকার পাবেন।’
মিটিংয়ে ইলন মাস্ক আরও জানান, আপাতত টুইটারের হেডকোয়ার্টার টেক্সাসে নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। তবে ক্যালিফোর্নিয়া ও টেক্সাস দুই জায়গাতেই হেডকোয়ার্টার থাকতে পারে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মীদের ‘অত্যন্ত পরিশ্রমী’ হওয়ার প্রতিশ্রুতি দিতে বলেছিলেন ইলন মাস্ক। অন্যথায় কোম্পানি ছেড়ে যেতেও নির্দেশ দিয়েছিলেন। মধ্যরাতে কর্মীদের এক ই-মেইল পাঠিয়ে হুঁশিয়ারি দিয়ে মাস্ক জানিয়েছিলেন, টুইটারের নতুন যুগের জন্য তাঁরাই উপযুক্ত হবেন, যাঁরা কঠোর পরিশ্রমী হবেন এবং অসাধারণ কাজ করবেন। দীর্ঘক্ষণ কাজ করার পরামর্শও দেন তিনি। মাস্কের এই ই-মেইলের জবাবে প্রায় ১ হাজার জন পদত্যাগ করেন টুইটার থেকে। যাঁরা থেকে গেছেন, তাঁদের নিয়ে আজই প্রথম মিটিংয়ের আয়োজন করলেন ইলন মাস্ক।
টুইটারের প্রায় দুই-তৃতীয়াংশ কর্মী ছাঁটাইয়ের পর এবার কর্মী নিয়োগে মনোযোগী হতে চান ইলন মাস্ক। আজ স্থানীয় সময় মঙ্গলবার টুইটার কর্মীদের সঙ্গে এক মিটিংয়ে কথা জানান তিনি।
মিটিংয়ের একটি ভিডিও রেকর্ডিং এবং এতে অংশগ্রহণকারী দুজনের সূত্র ধরে দ্য ভার্জ তাদের এক প্রতিবেদনে জানায়, টুইটার ইঞ্জিনিয়ারিং ও বিক্রয় বিভাগে কর্মী নিয়োগ করছে। টুইটার কর্মীদের তাঁদের জানাশোনা যোগ্য প্রার্থীদের রেফার করার জন্য বলেন ইলন মাস্ক।
তবে একই দিনে টুইটারের বিক্রয় বিভাগে কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটে। বিক্রয় বিভাগের ঊর্ধ্বতন নেতৃত্বে থাকা প্রায় সবাই চাকরিচ্যুত হন।
ইলন মাস্ক অবশ্য নিশ্চিত করে বলেননি ঠিক কোন কোন পদে তিনি কর্মী নিয়োগ করছেন। টুইটারের ওয়েবসাইটেও কর্মী নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেই। কেমন কর্মী খুঁজছেন—এ ব্যাপারে মিটিংয়ে ইলন মাস্ক বলেন, ‘যাঁরা সফটওয়্যার বানানোতে দক্ষ, তাঁরা অগ্রাধিকার পাবেন।’
মিটিংয়ে ইলন মাস্ক আরও জানান, আপাতত টুইটারের হেডকোয়ার্টার টেক্সাসে নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। তবে ক্যালিফোর্নিয়া ও টেক্সাস দুই জায়গাতেই হেডকোয়ার্টার থাকতে পারে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মীদের ‘অত্যন্ত পরিশ্রমী’ হওয়ার প্রতিশ্রুতি দিতে বলেছিলেন ইলন মাস্ক। অন্যথায় কোম্পানি ছেড়ে যেতেও নির্দেশ দিয়েছিলেন। মধ্যরাতে কর্মীদের এক ই-মেইল পাঠিয়ে হুঁশিয়ারি দিয়ে মাস্ক জানিয়েছিলেন, টুইটারের নতুন যুগের জন্য তাঁরাই উপযুক্ত হবেন, যাঁরা কঠোর পরিশ্রমী হবেন এবং অসাধারণ কাজ করবেন। দীর্ঘক্ষণ কাজ করার পরামর্শও দেন তিনি। মাস্কের এই ই-মেইলের জবাবে প্রায় ১ হাজার জন পদত্যাগ করেন টুইটার থেকে। যাঁরা থেকে গেছেন, তাঁদের নিয়ে আজই প্রথম মিটিংয়ের আয়োজন করলেন ইলন মাস্ক।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫