অনলাইন ডেস্ক
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ইরান সরকার। ইরানের দাবি, এসব অ্যাপের মাধ্যমে ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এই সতর্কবার্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।
গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (আইআরআইবি) জানায়, দেশটির সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ অন্যান্য ‘লোকেশন-ভিত্তিক অ্যাপ’ ব্যবহার না করার জন্য সতর্ক করেছে। ইরানি সরকারের দাবি, এসব অ্যাপ ইসরায়েলের ‘মূল হাতিয়ার’। এই অ্যাপগুলো ব্যবহার করে ইসরায়েল ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে।
এ ঘোষণার পরই এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র বলেছেন, এ ধরনের মিথ্যা অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে এমন একটি সময়ে আমাদের সেবা বন্ধ করে দেওয়া হতে পারে—যখন মানুষ সবচেয়ে বেশি আমাদের দরকার।’
তিনি আরও বলেন ‘আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান (প্রিসাইস লোকেশন) ট্র্যাক করি না। আপনি পরিবার বা বন্ধুদের সঙ্গে যেসব বার্তা আদান-প্রদান করেন, সেগুলো সম্পূর্ণভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। অর্থাৎ বার্তাগুলোর প্রেরক ও প্রাপক ছাড়া আর কেউই তা দেখতে পায় না—এমনকি হোয়াটসঅ্যাপও না।’
হোয়াটসঅ্যাপ জানায়, ‘আমরা ব্যবহারকারীদের ম্যাসেজ সংরক্ষণ করি না, কেউ কাকে কী বার্তা দিচ্ছে তা ট্র্যাক করি না। কোনো সরকারের কাছেও আমরা বিশাল পরিমাণ তথ্য সরবরাহ করি না।’
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, গত এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত স্বচ্ছতা প্রতিবেদন (Transparency Report) প্রকাশ করে আসছে মেটা। এই প্রতিবেদনে দেখানো হয়, কোন কোন সীমিত পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ তথ্য সরবরাহ করেছে।
তথ্যসূত্র: সিএনএন
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ইরান সরকার। ইরানের দাবি, এসব অ্যাপের মাধ্যমে ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এই সতর্কবার্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।
গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (আইআরআইবি) জানায়, দেশটির সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ অন্যান্য ‘লোকেশন-ভিত্তিক অ্যাপ’ ব্যবহার না করার জন্য সতর্ক করেছে। ইরানি সরকারের দাবি, এসব অ্যাপ ইসরায়েলের ‘মূল হাতিয়ার’। এই অ্যাপগুলো ব্যবহার করে ইসরায়েল ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে।
এ ঘোষণার পরই এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র বলেছেন, এ ধরনের মিথ্যা অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে এমন একটি সময়ে আমাদের সেবা বন্ধ করে দেওয়া হতে পারে—যখন মানুষ সবচেয়ে বেশি আমাদের দরকার।’
তিনি আরও বলেন ‘আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান (প্রিসাইস লোকেশন) ট্র্যাক করি না। আপনি পরিবার বা বন্ধুদের সঙ্গে যেসব বার্তা আদান-প্রদান করেন, সেগুলো সম্পূর্ণভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। অর্থাৎ বার্তাগুলোর প্রেরক ও প্রাপক ছাড়া আর কেউই তা দেখতে পায় না—এমনকি হোয়াটসঅ্যাপও না।’
হোয়াটসঅ্যাপ জানায়, ‘আমরা ব্যবহারকারীদের ম্যাসেজ সংরক্ষণ করি না, কেউ কাকে কী বার্তা দিচ্ছে তা ট্র্যাক করি না। কোনো সরকারের কাছেও আমরা বিশাল পরিমাণ তথ্য সরবরাহ করি না।’
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, গত এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত স্বচ্ছতা প্রতিবেদন (Transparency Report) প্রকাশ করে আসছে মেটা। এই প্রতিবেদনে দেখানো হয়, কোন কোন সীমিত পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ তথ্য সরবরাহ করেছে।
তথ্যসূত্র: সিএনএন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৭ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৭ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৭ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৭ দিন আগে