অনলাইন ডেস্ক
ছবি ও ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্ম হিসেবে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীরা এখানে নিজেদের ভাবনা, সৃজনশীলতা ও দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো তুলে ধরে। তবে লাইক সংখ্যা, মন্তব্য ইত্যাদি অনেক সময় ব্যবহারকারীদের মানসিক চাপে ফেলে দিতে পারে। নিজেদের পোস্টে কম লাইক পেলে অনেকেই বিব্রত হন।
এই দৃষ্টিভঙ্গি থেকে অনেকে চান যেন তাঁদের পোস্ট বা রিলসে লাইক সংখ্যা গোপন রাখা যায়, যাতে তাঁরা কেবল কনটেন্টের মানের ওপরই মনোযোগ দিতে পারেন, লাইক সংখ্যা নিয়ে নয়। ইনস্টাগ্রাম এই সমস্যার কথা ভেবে ব্যবহারকারীদের জন্য লাইক সংখ্যা লুকানোর একটি সুবিধা চালু করেছে। তবে ফেসবুকের মতো সবগুলো পোস্ট ও রিলসের লাইক সংখ্যা লুকানো যাবে না। প্রতিবার পোস্টের সময় এই ফিচার চালু করে নিতে হবে।
ইনস্টাগ্রামে পোস্ট ও রিলসে লাইক সংখ্যা লুকানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. অ্যাপের নিচে থাকা প্লাস (+) আইকনে ট্যাপ করতে হবে।
৩. এরপর যে ছবি বা ভিডিও আপলোড করবেন, তা নির্বাচন করুন।
৪. এখন ডান পাশের ওপরের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ক্লিক করুন।
৫. পরের পেজে প্রয়োজনীয় এডিট শেষ করে নিচের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৬. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৭. এখন ছবি ও রিলসের জন্য প্রয়োজনীয় ক্যাপশন যুক্ত করুন।
৮. পোস্ট বা রিলসের লাইক সংখ্যা লুকানোর জন্য নিচের দিকে স্ক্রল করুন।
৯. এবার ‘মোর অপশনস’ বা ‘অ্যাডভান্সড সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
১০. এরপর ‘হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্টস অন দিস পোস্ট’-এর পাশে থাকা টগলটি চালু করতে হবে। এভাবে পোস্ট ও রিলস পোস্ট করলে অন্য কেউ লাইক সংখ্যা দেখতে পারবেন না।
একই প্রক্রিয়ায় পোস্ট বা রিলসের শেয়ারেরও সংখ্যাও অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখা যায়।
ছবি ও ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্ম হিসেবে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীরা এখানে নিজেদের ভাবনা, সৃজনশীলতা ও দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো তুলে ধরে। তবে লাইক সংখ্যা, মন্তব্য ইত্যাদি অনেক সময় ব্যবহারকারীদের মানসিক চাপে ফেলে দিতে পারে। নিজেদের পোস্টে কম লাইক পেলে অনেকেই বিব্রত হন।
এই দৃষ্টিভঙ্গি থেকে অনেকে চান যেন তাঁদের পোস্ট বা রিলসে লাইক সংখ্যা গোপন রাখা যায়, যাতে তাঁরা কেবল কনটেন্টের মানের ওপরই মনোযোগ দিতে পারেন, লাইক সংখ্যা নিয়ে নয়। ইনস্টাগ্রাম এই সমস্যার কথা ভেবে ব্যবহারকারীদের জন্য লাইক সংখ্যা লুকানোর একটি সুবিধা চালু করেছে। তবে ফেসবুকের মতো সবগুলো পোস্ট ও রিলসের লাইক সংখ্যা লুকানো যাবে না। প্রতিবার পোস্টের সময় এই ফিচার চালু করে নিতে হবে।
ইনস্টাগ্রামে পোস্ট ও রিলসে লাইক সংখ্যা লুকানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. অ্যাপের নিচে থাকা প্লাস (+) আইকনে ট্যাপ করতে হবে।
৩. এরপর যে ছবি বা ভিডিও আপলোড করবেন, তা নির্বাচন করুন।
৪. এখন ডান পাশের ওপরের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ক্লিক করুন।
৫. পরের পেজে প্রয়োজনীয় এডিট শেষ করে নিচের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৬. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৭. এখন ছবি ও রিলসের জন্য প্রয়োজনীয় ক্যাপশন যুক্ত করুন।
৮. পোস্ট বা রিলসের লাইক সংখ্যা লুকানোর জন্য নিচের দিকে স্ক্রল করুন।
৯. এবার ‘মোর অপশনস’ বা ‘অ্যাডভান্সড সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
১০. এরপর ‘হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্টস অন দিস পোস্ট’-এর পাশে থাকা টগলটি চালু করতে হবে। এভাবে পোস্ট ও রিলস পোস্ট করলে অন্য কেউ লাইক সংখ্যা দেখতে পারবেন না।
একই প্রক্রিয়ায় পোস্ট বা রিলসের শেয়ারেরও সংখ্যাও অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখা যায়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২১ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২১ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২১ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২১ দিন আগে