অনলাইন ডেস্ক
সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আমরা প্রতিনিয়ত সংযুক্ত, সব সময় একে অপরের নাগালে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা অনেক সময় খেয়াল করেন, কেউ কখন অ্যাকটিভ বা অনলাইনে আছেন। আর সেই অনলাইন স্ট্যাটাস দেখা যায় ইনবক্সের পাশেই। এটি বন্ধুদের সঙ্গে সহজে যোগাযোগে সাহায্য করলেও অনেক সময় ব্যক্তিগত সময় কাটানোর জন্য, কোনো কিছুতে মনোযোগ দিতে বা অপ্রত্যাশিত বার্তা এড়িয়ে চলতে ব্যবহারকারীদের নিজেদের উপস্থিতি লুকিয়ে রাখার প্রয়োজন হয়।
এই চাহিদাকে মাথায় রেখেই ইনস্টাগ্রামে রয়েছে এমন একটি ফিচার, যার মাধ্যমে আপনি অ্যাপে অনলাইনে থাকলেও অন্যদের কাছে অফলাইন হিসেবে নিজেকে দেখাতে পারবেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে এই সেটিংস বেশ কার্যকরী।
স্মার্টফোন থেকে
১. প্রথমেই স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।
২. এরপর ডান দিকের নিচের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. পরের পেজে ওপরের ডান দিকে থাকা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনুতে নিচের দিকে স্ক্রল করে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশনটি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৫. এখন ‘হু ক্যান সি দ্যট ইউআর অফলাইন’ সেকশনে নিচের দিকে থাকা ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’ অপশনে ট্যাপ করুন। এর ফলে একটি পেজ দেখা যাবে।
৬. এবার ‘অ্যাকটিভিটি স্ট্যাটাস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করে তা বন্ধ করে দিন। এর ফলে বাটনটি কালো থেকে হালকা ধূসর হয়ে যাবে।
এই বাটনটি বন্ধ হলেই অনলাইনে থাকলেও আপনাকে আর দেখা যাবে না।
কম্পিউটার থেকে
১. কম্পিউটারের ব্রাউজার থেকে ইনস্টাগ্রামের ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. এরপর নিজের অ্যাকাউন্টে লগইন করুন।
৩. এবার বাঁ পাশের প্যানেলের নিচের দিকে থাকা ‘মোর’ বাটনে ট্যাপ করুন।
৪. এরপর মেনুর ‘সেটিংস’ বাটনে ট্যাপ করুন।
৫. এবার বাঁ পাশের প্যানেলে থেকে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশনটি খুঁজে বের করুন।
৬. এখন ডান দিকে থাকা ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’ বাটনে ট্যাপ করুন।
৭. পরের পেজে ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’ বাটনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করে তা বন্ধ করে দিন। এর ফলে বাটনটি কালো থেকে হালকা ধূসর হয়ে যাবে।
সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আমরা প্রতিনিয়ত সংযুক্ত, সব সময় একে অপরের নাগালে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা অনেক সময় খেয়াল করেন, কেউ কখন অ্যাকটিভ বা অনলাইনে আছেন। আর সেই অনলাইন স্ট্যাটাস দেখা যায় ইনবক্সের পাশেই। এটি বন্ধুদের সঙ্গে সহজে যোগাযোগে সাহায্য করলেও অনেক সময় ব্যক্তিগত সময় কাটানোর জন্য, কোনো কিছুতে মনোযোগ দিতে বা অপ্রত্যাশিত বার্তা এড়িয়ে চলতে ব্যবহারকারীদের নিজেদের উপস্থিতি লুকিয়ে রাখার প্রয়োজন হয়।
এই চাহিদাকে মাথায় রেখেই ইনস্টাগ্রামে রয়েছে এমন একটি ফিচার, যার মাধ্যমে আপনি অ্যাপে অনলাইনে থাকলেও অন্যদের কাছে অফলাইন হিসেবে নিজেকে দেখাতে পারবেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে এই সেটিংস বেশ কার্যকরী।
স্মার্টফোন থেকে
১. প্রথমেই স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।
২. এরপর ডান দিকের নিচের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. পরের পেজে ওপরের ডান দিকে থাকা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনুতে নিচের দিকে স্ক্রল করে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশনটি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৫. এখন ‘হু ক্যান সি দ্যট ইউআর অফলাইন’ সেকশনে নিচের দিকে থাকা ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’ অপশনে ট্যাপ করুন। এর ফলে একটি পেজ দেখা যাবে।
৬. এবার ‘অ্যাকটিভিটি স্ট্যাটাস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করে তা বন্ধ করে দিন। এর ফলে বাটনটি কালো থেকে হালকা ধূসর হয়ে যাবে।
এই বাটনটি বন্ধ হলেই অনলাইনে থাকলেও আপনাকে আর দেখা যাবে না।
কম্পিউটার থেকে
১. কম্পিউটারের ব্রাউজার থেকে ইনস্টাগ্রামের ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. এরপর নিজের অ্যাকাউন্টে লগইন করুন।
৩. এবার বাঁ পাশের প্যানেলের নিচের দিকে থাকা ‘মোর’ বাটনে ট্যাপ করুন।
৪. এরপর মেনুর ‘সেটিংস’ বাটনে ট্যাপ করুন।
৫. এবার বাঁ পাশের প্যানেলে থেকে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশনটি খুঁজে বের করুন।
৬. এখন ডান দিকে থাকা ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’ বাটনে ট্যাপ করুন।
৭. পরের পেজে ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’ বাটনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করে তা বন্ধ করে দিন। এর ফলে বাটনটি কালো থেকে হালকা ধূসর হয়ে যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে