অনলাইন ডেস্ক
বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা প্রায় সবার অভ্যাসে পরিণত হয়েছে। জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের ছবি, ভিডিও ও স্টোরি দেখে থাকি। তবে কখনও কখনও এমন কিছু ব্যবহারকারী থাকেন, যাঁদের কনটেন্ট আমাদের ভালো নাও লাগতে পারে, অথচ তাঁদের আনফলো করাও সম্ভব হয়ে ওঠে না। এ রকম পরিস্থিতিতে ইনস্টাগ্রামের ‘মিউট’ অপশনটি অত্যন্ত কার্যকর।
ইনস্টাগ্রামে ‘মিউট’ অপশন কী
ইনস্টাগ্রামে কাউকে মিউট করা মানে হলো তাঁর উপস্থিতি প্ল্যাটফর্মটিতে আর টের পাওয়া যাবে না। আপনি তাঁর ফলোয়ারে থাকবেন এবং সে আপনারও ফলোয়ারে থাকবে, তবে আপনার ইন্টারঅ্যাকশনগুলো অনেকটা কমে যাবে। সৌভাগ্যবশত, ইনস্টাগ্রাম মিউট করার খবর সেই ব্যবহারকারীকে জানায় না।
ইনস্টাগ্রামে কাউকে মিউট করার ফলে যা হয়
একটি বিষয় মনে রাখা জরুরি, মিউট করার পরও তাঁরা আপনার পোস্ট, স্টোরি ও প্রোফাইল দেখতে এবং সেগুলোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারেন।
কারও অ্যাকাউন্ট মিউট করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এখন নিচের দিকে থাকা ‘সার্চ’ বাটনে ট্যাপ করুন।
৩. এবার যে অ্যাকাউন্ট মিউট করতে চান সার্চ বক্সে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল টাইপ করুন।
৪. সার্চ ফলাফলে কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট এলে তার ওপর ট্যাপ করুন।
৫. প্রোফাইলটি দেখা গেলে ‘ফলোয়িং’ বাটনের ওপর ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘মিউট’ অপশনে ট্যাপ করুন।
৭. এরপর কোন কোন কনটেন্ট মিউট করা যাবে, তার অপশন দেখা যাবে। যেমন: স্টোরিস, পোস্ট ও নোটস।
৮. এখন অপশনগুলোর পাশে থাকা টগল বাটনে ট্যাপ করলেই ওই অ্যাকাউন্টের স্টোরিস, পোস্ট ও নোটস দেখা যাবে না।
ওপরের প্রক্রিয়ায় আবার কারও অ্যাকাউন্ট আনমিউটও করা যাবে। তবে এ ক্ষেত্রে টগল বাটনটি ট্যাপ করে বন্ধ করে দিতে হবে।
কল ও মেসেজ মিউট করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এখন ডান পাশের ওপরের দিকে থাকা ‘মেসেঞ্জার’ বাটনে ট্যাপ করুন।
৩. এবার যে চ্যাট থ্রেড থেকে কল ও মেসেজের নোটিফিকেশন পেতে চান না, সেটি চালু করুন।
৪. ওপরের বাম দিকে থাকা প্রোফাইল নামের ওপর ট্যাপ করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৫. মেনু থেকে ‘মিউট’ বাটনে ট্যাপ করুন।
৬. এবার কল মিউট করার জন্য ‘মিউট কলস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করুন।
আর মেসেজ মিউট করার জন্য ‘মিউট মেসেজেস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করুন।
এভাবে মিউট অ্যাকাউন্ট থেকে কোনো কল বা মেসেজ এলেও আপনি কোনো নোটিফিকেশন পাবেন না। পরে ইনবক্স চালু করলেই কেবল তা দেখতে পারবেন।
বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা প্রায় সবার অভ্যাসে পরিণত হয়েছে। জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের ছবি, ভিডিও ও স্টোরি দেখে থাকি। তবে কখনও কখনও এমন কিছু ব্যবহারকারী থাকেন, যাঁদের কনটেন্ট আমাদের ভালো নাও লাগতে পারে, অথচ তাঁদের আনফলো করাও সম্ভব হয়ে ওঠে না। এ রকম পরিস্থিতিতে ইনস্টাগ্রামের ‘মিউট’ অপশনটি অত্যন্ত কার্যকর।
ইনস্টাগ্রামে ‘মিউট’ অপশন কী
ইনস্টাগ্রামে কাউকে মিউট করা মানে হলো তাঁর উপস্থিতি প্ল্যাটফর্মটিতে আর টের পাওয়া যাবে না। আপনি তাঁর ফলোয়ারে থাকবেন এবং সে আপনারও ফলোয়ারে থাকবে, তবে আপনার ইন্টারঅ্যাকশনগুলো অনেকটা কমে যাবে। সৌভাগ্যবশত, ইনস্টাগ্রাম মিউট করার খবর সেই ব্যবহারকারীকে জানায় না।
ইনস্টাগ্রামে কাউকে মিউট করার ফলে যা হয়
একটি বিষয় মনে রাখা জরুরি, মিউট করার পরও তাঁরা আপনার পোস্ট, স্টোরি ও প্রোফাইল দেখতে এবং সেগুলোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারেন।
কারও অ্যাকাউন্ট মিউট করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এখন নিচের দিকে থাকা ‘সার্চ’ বাটনে ট্যাপ করুন।
৩. এবার যে অ্যাকাউন্ট মিউট করতে চান সার্চ বক্সে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল টাইপ করুন।
৪. সার্চ ফলাফলে কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট এলে তার ওপর ট্যাপ করুন।
৫. প্রোফাইলটি দেখা গেলে ‘ফলোয়িং’ বাটনের ওপর ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘মিউট’ অপশনে ট্যাপ করুন।
৭. এরপর কোন কোন কনটেন্ট মিউট করা যাবে, তার অপশন দেখা যাবে। যেমন: স্টোরিস, পোস্ট ও নোটস।
৮. এখন অপশনগুলোর পাশে থাকা টগল বাটনে ট্যাপ করলেই ওই অ্যাকাউন্টের স্টোরিস, পোস্ট ও নোটস দেখা যাবে না।
ওপরের প্রক্রিয়ায় আবার কারও অ্যাকাউন্ট আনমিউটও করা যাবে। তবে এ ক্ষেত্রে টগল বাটনটি ট্যাপ করে বন্ধ করে দিতে হবে।
কল ও মেসেজ মিউট করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এখন ডান পাশের ওপরের দিকে থাকা ‘মেসেঞ্জার’ বাটনে ট্যাপ করুন।
৩. এবার যে চ্যাট থ্রেড থেকে কল ও মেসেজের নোটিফিকেশন পেতে চান না, সেটি চালু করুন।
৪. ওপরের বাম দিকে থাকা প্রোফাইল নামের ওপর ট্যাপ করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৫. মেনু থেকে ‘মিউট’ বাটনে ট্যাপ করুন।
৬. এবার কল মিউট করার জন্য ‘মিউট কলস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করুন।
আর মেসেজ মিউট করার জন্য ‘মিউট মেসেজেস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করুন।
এভাবে মিউট অ্যাকাউন্ট থেকে কোনো কল বা মেসেজ এলেও আপনি কোনো নোটিফিকেশন পাবেন না। পরে ইনবক্স চালু করলেই কেবল তা দেখতে পারবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে