স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৪ কেমন হবে, তা প্রত্যাশিত সময়ের বেশ আগেই জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। স্যামসাংয়ের নতুন মডেলটি ফেব্রুয়ারিতে উন্মোচিত হওয়ার কথা ছিল। কিন্তু এর বহু আগেই তা প্রকাশ পাবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল জানায়।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনটি ১৭ জানুয়ারি উন্মোচন করা হবে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এসবিএস বিজ দাবি করেছে। ওই দিন ফোন উন্মোচনের জন্য এক লঞ্চিং ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।
এদিকে গ্যালাক্সি এস২৩ এফই মডেল ১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়াতে উন্মোচন করা হবে। এই মডেলের দাম প্রায় ৬০০ ডলার।
তিন বছর পর দক্ষিণ কোরিয়াতে গ্যালাক্সি এস সিরিজের ফ্যান এডিশন লঞ্চ করবে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা সাধারণত দামি ফোন কিনতে পছন্দ করে। তবে চলমান অর্থনৈতিক সংকট ও মন্থর বাজারের জন্য স্যামসাং মাঝারি দামের ফোন আনছে।
দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি চ্যালেঞ্জিং সময় পার করছে। গ্যালাক্সি এস ২৪ ফোনটির মাধ্যমে ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে কোম্পানিটি।
বিভিন্ন তথ্যসূত্র বলছে, এই মডেল একটি এআইভিত্তিক ফোন হবে। চ্যাটজিপিটি ও ডাল-ই এর মতো জেনারেটিভ এআই এই ফোনটিতে ব্যবহার করা হবে।
ইতিমধ্যে স্যামসাং নিজস্ব প্রসেসর এক্সিনস ২৪০০ এর ঘোষণা দিয়েছে। এই প্রসেসরের জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) ৩০ শতাংশ, সিপিইউ (সেন্ট্রাল প্রসেসর ইউনিট) ৭০ শতাংশ ও এনপিইউ (নেটওয়ার্ক প্রসেসর ইউনিট) ১৪ দশমিক ৭ গুণ দ্রুত চলবে। এটি ডিভাইসে এআই ফিচারগুলোর প্রসেসরের জন্য তৈরি করা হয়েছে।
আইফোন ১৫ প্রো সিরিজের মতো গ্যালাক্সি ২৪ আল্ট্রাতে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করবে স্যামসাং। এ ছাড়া ২৫০০ নিট ব্রাইটনেসসহ ডাইনামিক অ্যামোলেড ২ এক্স এলটিপিও স্ক্রিন ব্যবহার করা হতে পারে এই ফোনে।
প্রতিবছর এই সিরিজ সাধারণত ফেব্রুয়ারিতে বাজারে আসে এবং মার্চ থেকে বিক্রি শুরু হয়। এবার জানুয়ারির মাঝামাঝি এই ফোনের উন্মোচন হলে, মাসের শেষ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৪ কেমন হবে, তা প্রত্যাশিত সময়ের বেশ আগেই জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। স্যামসাংয়ের নতুন মডেলটি ফেব্রুয়ারিতে উন্মোচিত হওয়ার কথা ছিল। কিন্তু এর বহু আগেই তা প্রকাশ পাবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল জানায়।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনটি ১৭ জানুয়ারি উন্মোচন করা হবে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এসবিএস বিজ দাবি করেছে। ওই দিন ফোন উন্মোচনের জন্য এক লঞ্চিং ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।
এদিকে গ্যালাক্সি এস২৩ এফই মডেল ১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়াতে উন্মোচন করা হবে। এই মডেলের দাম প্রায় ৬০০ ডলার।
তিন বছর পর দক্ষিণ কোরিয়াতে গ্যালাক্সি এস সিরিজের ফ্যান এডিশন লঞ্চ করবে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা সাধারণত দামি ফোন কিনতে পছন্দ করে। তবে চলমান অর্থনৈতিক সংকট ও মন্থর বাজারের জন্য স্যামসাং মাঝারি দামের ফোন আনছে।
দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি চ্যালেঞ্জিং সময় পার করছে। গ্যালাক্সি এস ২৪ ফোনটির মাধ্যমে ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে কোম্পানিটি।
বিভিন্ন তথ্যসূত্র বলছে, এই মডেল একটি এআইভিত্তিক ফোন হবে। চ্যাটজিপিটি ও ডাল-ই এর মতো জেনারেটিভ এআই এই ফোনটিতে ব্যবহার করা হবে।
ইতিমধ্যে স্যামসাং নিজস্ব প্রসেসর এক্সিনস ২৪০০ এর ঘোষণা দিয়েছে। এই প্রসেসরের জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) ৩০ শতাংশ, সিপিইউ (সেন্ট্রাল প্রসেসর ইউনিট) ৭০ শতাংশ ও এনপিইউ (নেটওয়ার্ক প্রসেসর ইউনিট) ১৪ দশমিক ৭ গুণ দ্রুত চলবে। এটি ডিভাইসে এআই ফিচারগুলোর প্রসেসরের জন্য তৈরি করা হয়েছে।
আইফোন ১৫ প্রো সিরিজের মতো গ্যালাক্সি ২৪ আল্ট্রাতে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করবে স্যামসাং। এ ছাড়া ২৫০০ নিট ব্রাইটনেসসহ ডাইনামিক অ্যামোলেড ২ এক্স এলটিপিও স্ক্রিন ব্যবহার করা হতে পারে এই ফোনে।
প্রতিবছর এই সিরিজ সাধারণত ফেব্রুয়ারিতে বাজারে আসে এবং মার্চ থেকে বিক্রি শুরু হয়। এবার জানুয়ারির মাঝামাঝি এই ফোনের উন্মোচন হলে, মাসের শেষ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫