গুগল পিক্সেল ৮ থেকে আরও সাশ্রয়ী ফোন মটোরোলা এজ (২০২৩) বাজারে এল। শুধুমাত্র দামের দিক দিয়েই ফোনটি আকর্ষণীয় নয় এতে ব্যবহারকারীদের জন্য নতুন সব সুবিধা আনা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডের এক প্রতিবেদন এসব তথ্য জানানো হয়।
মটোরোলা এজ ফোনটির স্ক্রিনের গ্লাসটি কার্ভ করা ও বাইরের অংশে ভিগান লেদারের (চামড়ার) আবরণ রয়েছে। যুক্তরাষ্ট্রে মডেলটির দাম ৫৯৯ ডলার থেকে শুরু হয়েছে। ফোনটি কালো রঙে পাওয়া যাবে।
ফোনটিতে চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩। তবে ফোনটি কতদিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে এ বিষয়ে কোম্পানি কোনো সুস্পষ্ট তথ্য দেয়নি। ফোনটির সঙ্গে কোনো চার্জিং অ্যাডাপ্টর থাকবে না।
ফোনটির ডিসপ্লে হলো–৬ দশমিক ৬ ইঞ্চি এইচডিআর, রেডি এফএইচডি+ (২৪০০ x ১০৮০ পিক্সেলস) ওলেড। রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ ও ব্রাইটনেস লেভেল ১২০০ নিটস রয়েছে। মটোরোলা কোম্পানি দাবি করেছে, ফোনটি আইপি৬৮ সার্টিফায়েড অর্থ্যাৎ অল্প পানির ঝাপটায় ফোনের সার্কিট বোর্ড পুড়ে যাবে না।
ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হল ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনসহ ৪৪০০ এমএএইচ ব্যাটারি । পিক্সেল ৮ ফোন থেকে যা দ্বিগুণ। মটোরোলা বলছে ১০ মিনিটের চার্জে ফোনটি সারাদিন ব্যবহার করা যাবে। এ ছাড়া ফোনটি ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সমর্থন করে।
ফোনটিতে প্রধান ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেল লেন্স রয়েছে। ক্যামেরায় অ্যাকটিভ ফটো, নাইট ভিশন ও ৩০ এফটিএসে ৪কে ভিডিও ধারণের ক্ষমতা রয়েছে। ক্যামেরায় আরও আলো প্রবেশের সুযোগ রয়েছে যার ফলে আরও ভালো ও বিস্তারিত ছবি তোলা যাবে। আলট্রা ওয়াইড ক্যামেরাতে ১৩ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। এর মাধ্যমে ডিজিটালি ক্রপ করা মাইক্রো ছবি তোলা যায়। সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেল সেন্সরযুক্ত ক্যামেরা রয়েছে।
ফোনটি মটোরোলার নিজস্ব ওয়েবসাইট, অ্যামাজন ও বেস্ট বাই এ পাওয়া যাচ্ছে।
এই দামে এত ফিচারসহ মটোরোলা ফোনটি অনেক আকর্ষণীয় বলে মনে হতে পারে। তবে মোবাইলের বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। গুগল পিক্সেল ৮ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাত বছরের আপডেট দেবে বলে ঘোষণা দিয়েছে। গুগলের সফটওয়্যারের সঙ্গে ক্যামেরা যুক্ত হয়ে উন্নত ছবি তুলতে সক্ষম পিক্সেলের ফোনগুলি। এই দামে স্যামসাংয়ের এস ২৩ এফই ও বাজারে পাওয়া যায়। এছাড়া আইফোনের আগের মডেল বা পুরোনো আইফোনও এই দামে পাওয়া যাবে।
গুগল পিক্সেল ৮ থেকে আরও সাশ্রয়ী ফোন মটোরোলা এজ (২০২৩) বাজারে এল। শুধুমাত্র দামের দিক দিয়েই ফোনটি আকর্ষণীয় নয় এতে ব্যবহারকারীদের জন্য নতুন সব সুবিধা আনা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডের এক প্রতিবেদন এসব তথ্য জানানো হয়।
মটোরোলা এজ ফোনটির স্ক্রিনের গ্লাসটি কার্ভ করা ও বাইরের অংশে ভিগান লেদারের (চামড়ার) আবরণ রয়েছে। যুক্তরাষ্ট্রে মডেলটির দাম ৫৯৯ ডলার থেকে শুরু হয়েছে। ফোনটি কালো রঙে পাওয়া যাবে।
ফোনটিতে চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩। তবে ফোনটি কতদিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে এ বিষয়ে কোম্পানি কোনো সুস্পষ্ট তথ্য দেয়নি। ফোনটির সঙ্গে কোনো চার্জিং অ্যাডাপ্টর থাকবে না।
ফোনটির ডিসপ্লে হলো–৬ দশমিক ৬ ইঞ্চি এইচডিআর, রেডি এফএইচডি+ (২৪০০ x ১০৮০ পিক্সেলস) ওলেড। রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ ও ব্রাইটনেস লেভেল ১২০০ নিটস রয়েছে। মটোরোলা কোম্পানি দাবি করেছে, ফোনটি আইপি৬৮ সার্টিফায়েড অর্থ্যাৎ অল্প পানির ঝাপটায় ফোনের সার্কিট বোর্ড পুড়ে যাবে না।
ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হল ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনসহ ৪৪০০ এমএএইচ ব্যাটারি । পিক্সেল ৮ ফোন থেকে যা দ্বিগুণ। মটোরোলা বলছে ১০ মিনিটের চার্জে ফোনটি সারাদিন ব্যবহার করা যাবে। এ ছাড়া ফোনটি ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সমর্থন করে।
ফোনটিতে প্রধান ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেল লেন্স রয়েছে। ক্যামেরায় অ্যাকটিভ ফটো, নাইট ভিশন ও ৩০ এফটিএসে ৪কে ভিডিও ধারণের ক্ষমতা রয়েছে। ক্যামেরায় আরও আলো প্রবেশের সুযোগ রয়েছে যার ফলে আরও ভালো ও বিস্তারিত ছবি তোলা যাবে। আলট্রা ওয়াইড ক্যামেরাতে ১৩ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। এর মাধ্যমে ডিজিটালি ক্রপ করা মাইক্রো ছবি তোলা যায়। সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেল সেন্সরযুক্ত ক্যামেরা রয়েছে।
ফোনটি মটোরোলার নিজস্ব ওয়েবসাইট, অ্যামাজন ও বেস্ট বাই এ পাওয়া যাচ্ছে।
এই দামে এত ফিচারসহ মটোরোলা ফোনটি অনেক আকর্ষণীয় বলে মনে হতে পারে। তবে মোবাইলের বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। গুগল পিক্সেল ৮ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাত বছরের আপডেট দেবে বলে ঘোষণা দিয়েছে। গুগলের সফটওয়্যারের সঙ্গে ক্যামেরা যুক্ত হয়ে উন্নত ছবি তুলতে সক্ষম পিক্সেলের ফোনগুলি। এই দামে স্যামসাংয়ের এস ২৩ এফই ও বাজারে পাওয়া যায়। এছাড়া আইফোনের আগের মডেল বা পুরোনো আইফোনও এই দামে পাওয়া যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫