২০২৫ সালের শুরুতে বেশ কিছু শক্তিশালী পণ্য উন্মোচনের জন্য প্রস্তুতি নিচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। নতুন ম্যাকবুক এয়ার থেকে শুরু করে সাশ্রয়ীমূল্যের আইফোন সিরিজও বাজারে নিয়ে আসতে হতে পারে।
এখানে অ্যাপলের পণ্যগুলোর তালিকা দেওয়া হলো, যা ২০২৫ সালের শুরুতে আসবে বলে আশা করা হচ্ছে।
১. এম ৪ ম্যাকবুক এয়ার
অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ম্যাক পণ্যের পরবর্তী আপগ্রেড আসছে। নতুন ম্যাকবুক এয়ারে যে ফিচারগুলো থাকতে পারে, তা হলো—
এটি একটি শক্তিশালী আপডেট হতে পারে, এবং মার্চ মাসে এর লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০২৪ সালের এম ৩ ম্যাকবুক এয়ারের মতোই।
২. আইফোন এসই ৪
অ্যাপল তাদের নতুন বাজেটবান্ধব আইফোন এসই ৪ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসেও আগামী বছরের মার্চে উন্মোচিত হতে পারে। নতুন আইফোন এসই ৪-এ যে ফিচারগুলো থাকবে, তা হলো—
এই ফোনটির দাম ৪৯৯ ডলারের নিচে হতে পারে, যা বাজেটের জন্য একটি দুর্দান্ত অপশন।
৩. ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে
অ্যাপল তাদের নতুন ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে লঞ্চ করতে চলেছে। এগুলো ঘরের বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে। এই ডিভাইসটির প্রধান বৈশিষ্ট্যগুলো হতে পারে—
এটি মার্চ মাসে বাজারে আসতে পারে। আবার বিভিন্ন প্রতিবেদন, এর লঞ্চ একটু দেরিতে হতে পারে।
৪. আইপ্যাড ১১ তম প্রজন্ম
২০২৫ সালের প্রথম দিকে আইপ্যাড ১১ তম প্রজন্ম আসবে, যাতে নতুন এ সিরিজ চিপ এবং ৮ জিবি র্যাম থাকবে। এগুলো আগের প্রজন্মের আইপ্যাডের চেয়ে এগুলোর পারফরম্যান্স আরও দ্রুত হবে। এছাড়া এতে নতুন ওয়াই–ফাই এবং ব্লুটুথ চিপ থাকতে পারে।
৫. সম্ভাব্য অন্যান্য পণ্য: অ্যাপল ওয়াচ এসই ৩, এম ৩ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপণ্য।
অ্যাপল ওয়াচ এসই ৩ ২০২৫ সালের মার্চ বা এপ্রিল মাসে আসতে পারে, এবং এই ডিভাইসটি আইফোন এসই ৪-এর সঙ্গে জুটিয়ে লঞ্চ হতে পারে। এছাড়া এম ৩ চিপসহ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপড মিনি ২ বা অ্যাপল টিভি ৪কে আসার সম্ভাবনাও রয়েছে।
যদি এই পাঁচটি বা তার বেশি পণ্য ২০২৫ সালের প্রথম দিকে উন্মোচন হয়, তাহলে অ্যাপলের জন্য একটি শক্তিশালী বছর শুরু হবে।
তথ্যসূত্র: ৯ টুফাইভ ম্যাক
২০২৫ সালের শুরুতে বেশ কিছু শক্তিশালী পণ্য উন্মোচনের জন্য প্রস্তুতি নিচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। নতুন ম্যাকবুক এয়ার থেকে শুরু করে সাশ্রয়ীমূল্যের আইফোন সিরিজও বাজারে নিয়ে আসতে হতে পারে।
এখানে অ্যাপলের পণ্যগুলোর তালিকা দেওয়া হলো, যা ২০২৫ সালের শুরুতে আসবে বলে আশা করা হচ্ছে।
১. এম ৪ ম্যাকবুক এয়ার
অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ম্যাক পণ্যের পরবর্তী আপগ্রেড আসছে। নতুন ম্যাকবুক এয়ারে যে ফিচারগুলো থাকতে পারে, তা হলো—
এটি একটি শক্তিশালী আপডেট হতে পারে, এবং মার্চ মাসে এর লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০২৪ সালের এম ৩ ম্যাকবুক এয়ারের মতোই।
২. আইফোন এসই ৪
অ্যাপল তাদের নতুন বাজেটবান্ধব আইফোন এসই ৪ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসেও আগামী বছরের মার্চে উন্মোচিত হতে পারে। নতুন আইফোন এসই ৪-এ যে ফিচারগুলো থাকবে, তা হলো—
এই ফোনটির দাম ৪৯৯ ডলারের নিচে হতে পারে, যা বাজেটের জন্য একটি দুর্দান্ত অপশন।
৩. ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে
অ্যাপল তাদের নতুন ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে লঞ্চ করতে চলেছে। এগুলো ঘরের বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে। এই ডিভাইসটির প্রধান বৈশিষ্ট্যগুলো হতে পারে—
এটি মার্চ মাসে বাজারে আসতে পারে। আবার বিভিন্ন প্রতিবেদন, এর লঞ্চ একটু দেরিতে হতে পারে।
৪. আইপ্যাড ১১ তম প্রজন্ম
২০২৫ সালের প্রথম দিকে আইপ্যাড ১১ তম প্রজন্ম আসবে, যাতে নতুন এ সিরিজ চিপ এবং ৮ জিবি র্যাম থাকবে। এগুলো আগের প্রজন্মের আইপ্যাডের চেয়ে এগুলোর পারফরম্যান্স আরও দ্রুত হবে। এছাড়া এতে নতুন ওয়াই–ফাই এবং ব্লুটুথ চিপ থাকতে পারে।
৫. সম্ভাব্য অন্যান্য পণ্য: অ্যাপল ওয়াচ এসই ৩, এম ৩ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপণ্য।
অ্যাপল ওয়াচ এসই ৩ ২০২৫ সালের মার্চ বা এপ্রিল মাসে আসতে পারে, এবং এই ডিভাইসটি আইফোন এসই ৪-এর সঙ্গে জুটিয়ে লঞ্চ হতে পারে। এছাড়া এম ৩ চিপসহ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপড মিনি ২ বা অ্যাপল টিভি ৪কে আসার সম্ভাবনাও রয়েছে।
যদি এই পাঁচটি বা তার বেশি পণ্য ২০২৫ সালের প্রথম দিকে উন্মোচন হয়, তাহলে অ্যাপলের জন্য একটি শক্তিশালী বছর শুরু হবে।
তথ্যসূত্র: ৯ টুফাইভ ম্যাক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে