হালকা-পাতলা নকশার ২৩ ওয়াটের সুপার ফাস্ট চার্জার আনল স্যামসাং। এতে জিএএন (গ্যালিয়াম নাইট্রাইড) উপাদান ব্যবহার করা হয়েছে, যা সিলিকনভিত্তিক চার্জারের চেয়ে হালকা ও বহনযোগ্য। আগের তুলনায় চার্জারটি হালকা হলেও এর মাধ্যমে আরও দ্রুত চার্জ দেওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নতুন ২৩ ওয়াটের চার্জারে ইউএসবি পিডি (পাওয়ার ডেলিভারি) ৩ দশমিক শূন্য ফাস্ট চার্জিং ও পিপিএসেরও সমর্থন রয়েছে। অর্থাৎ ফোনটি স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইসে দ্রুত চার্জের সমর্থন দেবে।
স্যামসাংয়ের মতে, নিষ্ক্রিয় থাকা অবস্থায় চার্জারটি ৫ এমডব্লু বিদ্যুৎ নেয়, যেখানে পুরোনো মডেলগুলো ২০ ৫ এমডব্লু খরচ করে। সুতরাং চার্জারটি বিদ্যুৎও সাশ্রয় করবে।
এ ছাড়া, পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে চার্জারটি তৈরি। তাই পরিবেশেরও জন্য এই চার্জার ব্যবহার করা ভালো হবে।
বর্তমানে দক্ষিণ কোরিয়াতে চার্জারটি পাওয়া যাবে। তবে শিগগিরই অন্যান্য বাজারে এই চার্জারটি পাওয়া যাবে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও স্যামসাংয়ের দোকানে চার্জারটি পাওয়া যাবে। চার্জারটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। চার্জারটি দাম ২৫ হাজার ৩৯৯ কোরিয়ান ওন (১৯ ডলার)। ইউএসবি সি থেকে ইউএসবি সি চার্জিং কেব্লসহ চার্জারের দাম ৩৩ হাজার কোরিয়ান ওন (২৪ ডলার)। ইউএসবি সি কেব্লটিও সাদা ও কালো রঙে পাওয়া যাবে।
হালকা-পাতলা নকশার ২৩ ওয়াটের সুপার ফাস্ট চার্জার আনল স্যামসাং। এতে জিএএন (গ্যালিয়াম নাইট্রাইড) উপাদান ব্যবহার করা হয়েছে, যা সিলিকনভিত্তিক চার্জারের চেয়ে হালকা ও বহনযোগ্য। আগের তুলনায় চার্জারটি হালকা হলেও এর মাধ্যমে আরও দ্রুত চার্জ দেওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নতুন ২৩ ওয়াটের চার্জারে ইউএসবি পিডি (পাওয়ার ডেলিভারি) ৩ দশমিক শূন্য ফাস্ট চার্জিং ও পিপিএসেরও সমর্থন রয়েছে। অর্থাৎ ফোনটি স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইসে দ্রুত চার্জের সমর্থন দেবে।
স্যামসাংয়ের মতে, নিষ্ক্রিয় থাকা অবস্থায় চার্জারটি ৫ এমডব্লু বিদ্যুৎ নেয়, যেখানে পুরোনো মডেলগুলো ২০ ৫ এমডব্লু খরচ করে। সুতরাং চার্জারটি বিদ্যুৎও সাশ্রয় করবে।
এ ছাড়া, পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে চার্জারটি তৈরি। তাই পরিবেশেরও জন্য এই চার্জার ব্যবহার করা ভালো হবে।
বর্তমানে দক্ষিণ কোরিয়াতে চার্জারটি পাওয়া যাবে। তবে শিগগিরই অন্যান্য বাজারে এই চার্জারটি পাওয়া যাবে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও স্যামসাংয়ের দোকানে চার্জারটি পাওয়া যাবে। চার্জারটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। চার্জারটি দাম ২৫ হাজার ৩৯৯ কোরিয়ান ওন (১৯ ডলার)। ইউএসবি সি থেকে ইউএসবি সি চার্জিং কেব্লসহ চার্জারের দাম ৩৩ হাজার কোরিয়ান ওন (২৪ ডলার)। ইউএসবি সি কেব্লটিও সাদা ও কালো রঙে পাওয়া যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫