গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনের নতুন চারটি রঙ ভারতের বাজারে ছাড়ল স্যামসাং। কোম্পানিটি এক ঘোষণায় বলেছে, ফ্লোডিং ফোনটি স্পেশাল এডিশন হওয়ায় এতে চারটি নতুন রঙ যুক্ত করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গ্যালাক্সি জি ফ্লিপ ৫ ফোনটি মিন্ট, ক্রিম, গ্রাফাইট ও ল্যাভেন্ডার–এই চারটি রঙে পাওয়া যেত। এর সঙ্গে নতুনভাবে ইয়োলো, গ্রে, ব্লু ও গ্রীন–চার রঙ যুক্ত হয়েছে।
রংগুলো ছাড়া এই মডেলে আর কোনো পরিবর্তন আনা হয়নি। এর দামও অপরিবর্তিত রয়েছে। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের জন্য এর দাম ৯৯ হাজার ৯৯৯ রুপি।
গ্যালাক্সি জি জেড ৫ ফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
আন ফ্লোডেড অবস্থায় আয়তন: ১৬৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ৬ দশমিক ৯ এমএম
ফ্লোডিং অবস্থায় আয়তন: ৮৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ১৫ দশমিক ১ এমএম।
ওজন: ১৮৭ গ্রাম
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড প্যানেল
অপারেটিং সিস্টেম: ওয়ান ইউআই ৫.১. ১ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি বা ৫১২ জিবি
ইউএসবি: টাইপ সি–৩ দশমিক ২
ব্যাটারি: ৩,৭০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট ফাস্ট চার্জিং
গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনের নতুন চারটি রঙ ভারতের বাজারে ছাড়ল স্যামসাং। কোম্পানিটি এক ঘোষণায় বলেছে, ফ্লোডিং ফোনটি স্পেশাল এডিশন হওয়ায় এতে চারটি নতুন রঙ যুক্ত করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গ্যালাক্সি জি ফ্লিপ ৫ ফোনটি মিন্ট, ক্রিম, গ্রাফাইট ও ল্যাভেন্ডার–এই চারটি রঙে পাওয়া যেত। এর সঙ্গে নতুনভাবে ইয়োলো, গ্রে, ব্লু ও গ্রীন–চার রঙ যুক্ত হয়েছে।
রংগুলো ছাড়া এই মডেলে আর কোনো পরিবর্তন আনা হয়নি। এর দামও অপরিবর্তিত রয়েছে। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের জন্য এর দাম ৯৯ হাজার ৯৯৯ রুপি।
গ্যালাক্সি জি জেড ৫ ফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
আন ফ্লোডেড অবস্থায় আয়তন: ১৬৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ৬ দশমিক ৯ এমএম
ফ্লোডিং অবস্থায় আয়তন: ৮৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ১৫ দশমিক ১ এমএম।
ওজন: ১৮৭ গ্রাম
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড প্যানেল
অপারেটিং সিস্টেম: ওয়ান ইউআই ৫.১. ১ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি বা ৫১২ জিবি
ইউএসবি: টাইপ সি–৩ দশমিক ২
ব্যাটারি: ৩,৭০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট ফাস্ট চার্জিং
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫