১০ হাজার এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি ও বিশাল ডিসপ্লের ট্যাবলেট প্যাড ৬ এস প্রো. নিয়ে এল শাওমি।
গতকাল বৃহস্পতিবার শাওমি ১৪ আল্ট্রা মডেলের সঙ্গে ট্যাবের এই মডেলটি উন্মোচন করা হয়।
এতে অক্টাকোর স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে এবং পেছনে দুটি ক্যামেরা রয়েছে। ট্যাবটি স্মার্ট টাচ কিবোর্ড ও স্ট্যাইলাস সমর্থন করবে।
রং: ট্যাবটি কালো, আকাশি ও হালকা সবুজ রঙে পাওয়া যাবে।
শাওমি প্যাড ৬ এসের দাম
ট্যাবটি চারটি র্যাম ও ইন্টারনাল স্টোরেজের সংস্করণে পাওয়া যাবে।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান।
১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৩ হাজার ৫৯৯ চীনা ইউয়ান।
১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম ৩ হাজার ৯৯৯ চীনা ইউয়ান।
১৬ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৪ হাজার ৪৯৯ চীনা ইউয়ান।
স্মার্ট কিবোর্ড ও শাওমি ফোকাস স্টাইলাস আলাদাভাবে কিনতে হবে। কিবোর্ডটির দাম ৬৪৯ চীনা ইউয়ান ও স্টাইলাসটির দাম ৪৯৯ চীনা ইউয়ান।
শাওমি প্যাড ৬ এস প্রোর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল ওভি ৩২সি সেন্সর, ১০৮০ পি ভিডিও রেকর্ডের সমর্থন দেবে।
আয়তন: ২৭৮.৭০ এমএম x ১৯১.৫৮ এমএম x ৬.২৬ এমএম
ওজন: ৫৯০ গ্রাম
ডিসপ্লে: ১২ দশমিক ৪ ইঞ্চি (৩,০৪৮ x ২,০৩২ পিক্সেলস)
বাইটনেস লেভেল: ৯০০ নিটস
রিফ্রেশ রেট: ১৪৪ হার্টজ
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
অপারেটিং সিস্টেম: হাইপারওএসভিত্তিক অ্যান্ড্রয়েড ১৪
মেমোরি: ৮ জিবি, ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
স্পিকার: কোয়াড স্পিকার
ব্লুটুথ: ৫ দশমিক ৩
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ১০,০০০ এমএএইচ
চার্জিং: ১২০ ওয়াট
রঙ: কালো, আকাশি ও হালকা সবুজ
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
১০ হাজার এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি ও বিশাল ডিসপ্লের ট্যাবলেট প্যাড ৬ এস প্রো. নিয়ে এল শাওমি।
গতকাল বৃহস্পতিবার শাওমি ১৪ আল্ট্রা মডেলের সঙ্গে ট্যাবের এই মডেলটি উন্মোচন করা হয়।
এতে অক্টাকোর স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে এবং পেছনে দুটি ক্যামেরা রয়েছে। ট্যাবটি স্মার্ট টাচ কিবোর্ড ও স্ট্যাইলাস সমর্থন করবে।
রং: ট্যাবটি কালো, আকাশি ও হালকা সবুজ রঙে পাওয়া যাবে।
শাওমি প্যাড ৬ এসের দাম
ট্যাবটি চারটি র্যাম ও ইন্টারনাল স্টোরেজের সংস্করণে পাওয়া যাবে।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান।
১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৩ হাজার ৫৯৯ চীনা ইউয়ান।
১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম ৩ হাজার ৯৯৯ চীনা ইউয়ান।
১৬ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৪ হাজার ৪৯৯ চীনা ইউয়ান।
স্মার্ট কিবোর্ড ও শাওমি ফোকাস স্টাইলাস আলাদাভাবে কিনতে হবে। কিবোর্ডটির দাম ৬৪৯ চীনা ইউয়ান ও স্টাইলাসটির দাম ৪৯৯ চীনা ইউয়ান।
শাওমি প্যাড ৬ এস প্রোর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল ওভি ৩২সি সেন্সর, ১০৮০ পি ভিডিও রেকর্ডের সমর্থন দেবে।
আয়তন: ২৭৮.৭০ এমএম x ১৯১.৫৮ এমএম x ৬.২৬ এমএম
ওজন: ৫৯০ গ্রাম
ডিসপ্লে: ১২ দশমিক ৪ ইঞ্চি (৩,০৪৮ x ২,০৩২ পিক্সেলস)
বাইটনেস লেভেল: ৯০০ নিটস
রিফ্রেশ রেট: ১৪৪ হার্টজ
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
অপারেটিং সিস্টেম: হাইপারওএসভিত্তিক অ্যান্ড্রয়েড ১৪
মেমোরি: ৮ জিবি, ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
স্পিকার: কোয়াড স্পিকার
ব্লুটুথ: ৫ দশমিক ৩
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ১০,০০০ এমএএইচ
চার্জিং: ১২০ ওয়াট
রঙ: কালো, আকাশি ও হালকা সবুজ
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে