কুহেলী রহমান
ফিতা ক্যাসেটের দিনগুলোয় গানপাগল মানুষের কাছে খুব জনপ্রিয় হয়েছিল সনির ওয়াকম্যান। প্রযুক্তির বিকাশে পেনসিল ব্যাটারির ওয়াকম্যান হারিয়ে যায়। গান শোনার যন্ত্র হিসেবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠল আইপড; যদিও তা বেশি দিন জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। সেটিও হারিয়ে গেছে মোবাইল ফোনের দৌরাত্ম্যে।
সনি এই সপ্তাহে এনডব্লিউ-এ ৩০৬ নামে একটি নতুন অডিও পোর্টেবল প্লেয়ার আনার কথা ঘোষণা করেছে। এটিকে আইপডের বিকল্প বা এই শতাব্দীর ওয়াকম্যান হিসেবে ভাবা যেতে পারে। সনির তৈরি এনডব্লিউ-এ ৩০৬ মডেলের নতুন ওয়াকম্যানের পর্দার আকার ৩ দশমিক ৬ ইঞ্চি। বিভিন্ন অ্যাপের পাশাপাশি ক্রোম ব্রাউজারও ব্যবহার করা যায় এতে।
১১৩ গ্রাম ওজনের ওয়াকম্যানটি লম্বায় ৩ দশমিক ৮ ইঞ্চি এবং চওড়ায় ২ দশমিক ২ ইঞ্চি। ফলে সেটি সহজেই বহন করা যাবে। নতুন ওয়াকম্যান চলবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে। এতে থাকছে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুবিধা। ফলে ইন্টারনেট থেকে পছন্দের গান নামিয়ে শোনা যাবে।
শুধু তা-ই নয়, এর মাধ্যমে অনলাইন মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই বা ইউটিউব থেকেও সরাসরি গান শোনা সম্ভব। ৩২ গিগাবাইট ধারণক্ষমতার ওয়াকম্যানটি আসলে ডিজিটাল মিউজিক প্লেয়ার। এতে এসডি কার্ডও ব্যবহার করা যাবে। ফলে গান সংরক্ষণের জায়গা নিয়ে চিন্তা করতে হবে না।
এনডব্লিউ-এ ৩০৬ ওয়াকম্যানে এক চার্জে ৩৬ ঘণ্টা গান শোনা যাবে। এনডব্লিউ-এ ৩০৬-তে থাকছে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, স্টেরিও মিনি-জ্যাক, মাইক্রোএসডি কার্ড স্লট, ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.০। ওয়াকম্যানটিতে সনির ৩৬০ সাউন্ড প্রযুক্তি থাকায় উন্নতমানের শব্দ শোনা যাবে। কালো ও নীল রঙে পাওয়া যাবে ওয়াকম্যানটি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
ফিতা ক্যাসেটের দিনগুলোয় গানপাগল মানুষের কাছে খুব জনপ্রিয় হয়েছিল সনির ওয়াকম্যান। প্রযুক্তির বিকাশে পেনসিল ব্যাটারির ওয়াকম্যান হারিয়ে যায়। গান শোনার যন্ত্র হিসেবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠল আইপড; যদিও তা বেশি দিন জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। সেটিও হারিয়ে গেছে মোবাইল ফোনের দৌরাত্ম্যে।
সনি এই সপ্তাহে এনডব্লিউ-এ ৩০৬ নামে একটি নতুন অডিও পোর্টেবল প্লেয়ার আনার কথা ঘোষণা করেছে। এটিকে আইপডের বিকল্প বা এই শতাব্দীর ওয়াকম্যান হিসেবে ভাবা যেতে পারে। সনির তৈরি এনডব্লিউ-এ ৩০৬ মডেলের নতুন ওয়াকম্যানের পর্দার আকার ৩ দশমিক ৬ ইঞ্চি। বিভিন্ন অ্যাপের পাশাপাশি ক্রোম ব্রাউজারও ব্যবহার করা যায় এতে।
১১৩ গ্রাম ওজনের ওয়াকম্যানটি লম্বায় ৩ দশমিক ৮ ইঞ্চি এবং চওড়ায় ২ দশমিক ২ ইঞ্চি। ফলে সেটি সহজেই বহন করা যাবে। নতুন ওয়াকম্যান চলবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে। এতে থাকছে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুবিধা। ফলে ইন্টারনেট থেকে পছন্দের গান নামিয়ে শোনা যাবে।
শুধু তা-ই নয়, এর মাধ্যমে অনলাইন মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই বা ইউটিউব থেকেও সরাসরি গান শোনা সম্ভব। ৩২ গিগাবাইট ধারণক্ষমতার ওয়াকম্যানটি আসলে ডিজিটাল মিউজিক প্লেয়ার। এতে এসডি কার্ডও ব্যবহার করা যাবে। ফলে গান সংরক্ষণের জায়গা নিয়ে চিন্তা করতে হবে না।
এনডব্লিউ-এ ৩০৬ ওয়াকম্যানে এক চার্জে ৩৬ ঘণ্টা গান শোনা যাবে। এনডব্লিউ-এ ৩০৬-তে থাকছে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, স্টেরিও মিনি-জ্যাক, মাইক্রোএসডি কার্ড স্লট, ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.০। ওয়াকম্যানটিতে সনির ৩৬০ সাউন্ড প্রযুক্তি থাকায় উন্নতমানের শব্দ শোনা যাবে। কালো ও নীল রঙে পাওয়া যাবে ওয়াকম্যানটি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫