ঢাকা: করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির শুরু থেকেই বেড়েছে আইফোন বিক্রি। বিশেষ করে চীনে ব্যাপকভাবে এই স্মার্টফোন বিক্রি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চেয়ে দ্বিগুণের বেশি মুনাফা অর্জন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ফলাফলের কারণে আগামী দিনগুলো নিয়ে আশাবাদী কোম্পানিটি। এদিকে প্রতিদ্বন্দ্বী কোম্পানি ফেসবুকও বাম্পার রাজস্ব আয় এবং মুনাফা অর্জনের কথা জানিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি সতর্ক করে বলছে, অ্যাপলের সর্বশেষ যে অপারেটিং সিস্টেম (আইওএস ১৪.৫) প্রকাশ করেছে সেটির ব্যক্তিগত নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার কারণে চলতি বছরের বাকি দিনগুলোতে ফেসবুকের আয় হ্রাস পেতে পারে।
করোনা মহামারির শুরু থেকে অ্যাপলের আইফোন, অন্যান্য ডিভাইস এবং অ্যাপ বিক্রি বেড়েছে। কারণ বেশিরভাগ মানুষই অনলাইনের মাধ্যমে কাজ, কেনাকাটা সেরেছেন।
অ্যাপলের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রাহকরা অ্যাপলের নতুন ৫জি ফোনগুলো কিনছেন। ফাইভজি ফোন গত বছর বাজারে আনে অ্যাপল। বাড়ি থেকে কাজ করা এবং পড়াশোনার জন্য ম্যাক কম্পিউটার এবং আইপ্যাডের বিক্রিও বেড়েছে। এছাড়া মহামারিতে ফিটনেস এবং মিউজিক অ্যাপসের বিক্রি বেড়েছে বলে জানিয়েছে অ্যাপল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনে প্রায় দ্বিগুণ বেড়েছে অ্যাপলের বিক্রি। এছাড়া পুরো বিশ্বে চলতি বছরের প্রথম তিন মাসে (প্রথম প্রান্তিক) অ্যাপল ৮৯ দশমিক ৬ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে। যা গত বছরের চেয়ে ৫০ শতাংশেরও বেশি। চলতি বছরের প্রথম তিন মাসে অ্যাপল ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে। যা গত বছর একই সময় ছিল ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
এদিকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আয়ের মূল উৎস হলো বিজ্ঞাপন বিক্রি। বছরের প্রথম তিন মাসে এই কোম্পানিটিও বাম্পার রাজস্ব এবং মুনাফা অর্জন করেছে। বিবিসি বলছে, ফেসবুক চলতি বছরের প্রথম তিন মাসে ২৬ দশমিল ১৭ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে। আর মুনাফা হয়েছে ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার। ফেসবুক বলছে, বছরের প্রথম তিন মাসে তাদের মুনাফা অর্জনের হার দ্বিগুণ বেড়েছে।
ঢাকা: করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির শুরু থেকেই বেড়েছে আইফোন বিক্রি। বিশেষ করে চীনে ব্যাপকভাবে এই স্মার্টফোন বিক্রি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চেয়ে দ্বিগুণের বেশি মুনাফা অর্জন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ফলাফলের কারণে আগামী দিনগুলো নিয়ে আশাবাদী কোম্পানিটি। এদিকে প্রতিদ্বন্দ্বী কোম্পানি ফেসবুকও বাম্পার রাজস্ব আয় এবং মুনাফা অর্জনের কথা জানিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি সতর্ক করে বলছে, অ্যাপলের সর্বশেষ যে অপারেটিং সিস্টেম (আইওএস ১৪.৫) প্রকাশ করেছে সেটির ব্যক্তিগত নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার কারণে চলতি বছরের বাকি দিনগুলোতে ফেসবুকের আয় হ্রাস পেতে পারে।
করোনা মহামারির শুরু থেকে অ্যাপলের আইফোন, অন্যান্য ডিভাইস এবং অ্যাপ বিক্রি বেড়েছে। কারণ বেশিরভাগ মানুষই অনলাইনের মাধ্যমে কাজ, কেনাকাটা সেরেছেন।
অ্যাপলের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রাহকরা অ্যাপলের নতুন ৫জি ফোনগুলো কিনছেন। ফাইভজি ফোন গত বছর বাজারে আনে অ্যাপল। বাড়ি থেকে কাজ করা এবং পড়াশোনার জন্য ম্যাক কম্পিউটার এবং আইপ্যাডের বিক্রিও বেড়েছে। এছাড়া মহামারিতে ফিটনেস এবং মিউজিক অ্যাপসের বিক্রি বেড়েছে বলে জানিয়েছে অ্যাপল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনে প্রায় দ্বিগুণ বেড়েছে অ্যাপলের বিক্রি। এছাড়া পুরো বিশ্বে চলতি বছরের প্রথম তিন মাসে (প্রথম প্রান্তিক) অ্যাপল ৮৯ দশমিক ৬ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে। যা গত বছরের চেয়ে ৫০ শতাংশেরও বেশি। চলতি বছরের প্রথম তিন মাসে অ্যাপল ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে। যা গত বছর একই সময় ছিল ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
এদিকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আয়ের মূল উৎস হলো বিজ্ঞাপন বিক্রি। বছরের প্রথম তিন মাসে এই কোম্পানিটিও বাম্পার রাজস্ব এবং মুনাফা অর্জন করেছে। বিবিসি বলছে, ফেসবুক চলতি বছরের প্রথম তিন মাসে ২৬ দশমিল ১৭ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে। আর মুনাফা হয়েছে ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার। ফেসবুক বলছে, বছরের প্রথম তিন মাসে তাদের মুনাফা অর্জনের হার দ্বিগুণ বেড়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫