প্রযুক্তি ডেস্ক
স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোনগুলো ফেব্রুয়ারির আগে উন্মোচন করার কোনো সম্ভাবনা নেই। তবে এরই মধ্যে ডিভাইসগুলো সম্পর্কে প্রচুর গুজব এবং তথ্য ফাঁসের কথা শোনা যাচ্ছে। সর্বশেষ হ্যান্ডসেটগুলোর সিগনেচার রং, ছবি এবং উন্মোচনের তারিখ ফাঁস হয়েছে অনলাইনে।
টেক রাডারের এক প্রতিবেদন অনুযায়ী, গ্যালাক্সি এস ২৩–এর সিগনেচার রং হতে যাচ্ছে লাইট গোল্ড অথবা পিংক গোল্ড। গ্যালাক্সি এস ২৩ প্লাস–এর গোলাপি এবং এস ২৩ আল্ট্রাতে সিগনেচার রং হচ্ছে সবুজ। এগুলোকে সিগনেচার রং বলা হয় কারণ এ রংগুলোই প্রধানত ফোনগুলোর বিপণন এবং প্রচারণামূলক কাজে ব্যবহৃত হয়। নতুনত্ব বজায় রাখতে প্রতি বছর ভিন্ন রং ব্যবহার করা হয়। স্যামসাংয়ের প্রচলিত রংগুলোতেও স্মার্টফোনের সংস্করণ আসে তবে এই সিগনেচার রংগুলোই থাকে প্রচারণার কেন্দ্রবিন্দুতে।
গ্যালাক্সি এস ২৩ সম্পর্কে এ পর্যন্ত ফাঁস হওয়া তথ্য থেকে যতটুকু জানা যায় তাতে, স্মার্টফোনগুলোতে ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিকটাস প্লাস, দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসর,৮–১২ গিগাবাইট র্যাম, ১২৮ / ২৫৬ / ৫১২ গিগাবাইট বিল্টইন স্টোরেজ সুবিধাসহ আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
আইস ইউনিভার্স নামক অ্যাকাউন্ট এক টুইটে জানায়, স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৩ সিরিজের ফোনগুলো আগামী বছরের ১ ফেব্রুয়ারি উন্মোচন করবে।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোনগুলো ফেব্রুয়ারির আগে উন্মোচন করার কোনো সম্ভাবনা নেই। তবে এরই মধ্যে ডিভাইসগুলো সম্পর্কে প্রচুর গুজব এবং তথ্য ফাঁসের কথা শোনা যাচ্ছে। সর্বশেষ হ্যান্ডসেটগুলোর সিগনেচার রং, ছবি এবং উন্মোচনের তারিখ ফাঁস হয়েছে অনলাইনে।
টেক রাডারের এক প্রতিবেদন অনুযায়ী, গ্যালাক্সি এস ২৩–এর সিগনেচার রং হতে যাচ্ছে লাইট গোল্ড অথবা পিংক গোল্ড। গ্যালাক্সি এস ২৩ প্লাস–এর গোলাপি এবং এস ২৩ আল্ট্রাতে সিগনেচার রং হচ্ছে সবুজ। এগুলোকে সিগনেচার রং বলা হয় কারণ এ রংগুলোই প্রধানত ফোনগুলোর বিপণন এবং প্রচারণামূলক কাজে ব্যবহৃত হয়। নতুনত্ব বজায় রাখতে প্রতি বছর ভিন্ন রং ব্যবহার করা হয়। স্যামসাংয়ের প্রচলিত রংগুলোতেও স্মার্টফোনের সংস্করণ আসে তবে এই সিগনেচার রংগুলোই থাকে প্রচারণার কেন্দ্রবিন্দুতে।
গ্যালাক্সি এস ২৩ সম্পর্কে এ পর্যন্ত ফাঁস হওয়া তথ্য থেকে যতটুকু জানা যায় তাতে, স্মার্টফোনগুলোতে ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিকটাস প্লাস, দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসর,৮–১২ গিগাবাইট র্যাম, ১২৮ / ২৫৬ / ৫১২ গিগাবাইট বিল্টইন স্টোরেজ সুবিধাসহ আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
আইস ইউনিভার্স নামক অ্যাকাউন্ট এক টুইটে জানায়, স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৩ সিরিজের ফোনগুলো আগামী বছরের ১ ফেব্রুয়ারি উন্মোচন করবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫