প্রযুক্তি ডেস্ক
বিশ্বের প্রথম দুই স্ক্রিনের ল্যাপটপ নিয়ে এসেছে চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি লেনোভো। সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) যুগান্তকারী ডিজাইনের এই ল্যাপটপ প্রদর্শন করে কোম্পানিটি। ল্যাপটপটির মডেল ‘লেনোভো ইয়োগা বুক ৯ আই’।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, লেনোভো ইয়োগা বুক ৯ আই ল্যাপটপটিতে রয়েছে ওএলইডি প্রযুক্তির ডুয়েল ২.৮ কে রেজুলেশনের ডিসপ্লে। তবে সাধারণত ডুয়েল ডিসপ্লের ধারণা অনুযায়ী পাশাপাশি অবস্থানে নয়। ডিসপ্লে দুটির অবস্থান ওপর-নিচে। দেখতে অনেকটাই ‘দোতলা’ ডিজাইনের। ল্যাপটপটির সঙ্গে রয়েছে রিমুভেবল কিবোর্ডের সুবিধা। এই ল্যাপটপ ব্যবহার করা যাবে একাধিক উপায়ে। একদিকে যেমন ডুয়েল ডিসপ্লে সেটআপ থাকছে, অপর দিকে ল্যাপটপটি ভাঁজ করে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে।
ডিসপ্লে দুটির মাঝের ভাঁজে রয়েছে স্পিকার। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে আছে ১৩তম জেনারেশনের ইন্টেল কোর আই৭। আছে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ।
এ ছাড়া, এতে রয়েছে ৮০ ওয়াটএইচ ব্যাটারি। ডুয়েল ডিসপ্লে মোডে এই ল্যাপটপে প্রায় ১০ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। সিঙ্গেল স্ক্রিন মোডে পাওয়া যাবে ১৪ ঘণ্টা। মাত্র ১ দশমিক ৩৮ কেজি ওজনের এই ল্যাপটপ চলতি বছরের জুনে বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে লেনোভো।
ল্যাপটপের বাজার মূল্য হবে ২ হাজার ১০০ ডলার। বা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ১৮ হাজার টাকার বেশি।
বিশ্বের প্রথম দুই স্ক্রিনের ল্যাপটপ নিয়ে এসেছে চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি লেনোভো। সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) যুগান্তকারী ডিজাইনের এই ল্যাপটপ প্রদর্শন করে কোম্পানিটি। ল্যাপটপটির মডেল ‘লেনোভো ইয়োগা বুক ৯ আই’।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, লেনোভো ইয়োগা বুক ৯ আই ল্যাপটপটিতে রয়েছে ওএলইডি প্রযুক্তির ডুয়েল ২.৮ কে রেজুলেশনের ডিসপ্লে। তবে সাধারণত ডুয়েল ডিসপ্লের ধারণা অনুযায়ী পাশাপাশি অবস্থানে নয়। ডিসপ্লে দুটির অবস্থান ওপর-নিচে। দেখতে অনেকটাই ‘দোতলা’ ডিজাইনের। ল্যাপটপটির সঙ্গে রয়েছে রিমুভেবল কিবোর্ডের সুবিধা। এই ল্যাপটপ ব্যবহার করা যাবে একাধিক উপায়ে। একদিকে যেমন ডুয়েল ডিসপ্লে সেটআপ থাকছে, অপর দিকে ল্যাপটপটি ভাঁজ করে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে।
ডিসপ্লে দুটির মাঝের ভাঁজে রয়েছে স্পিকার। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে আছে ১৩তম জেনারেশনের ইন্টেল কোর আই৭। আছে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ।
এ ছাড়া, এতে রয়েছে ৮০ ওয়াটএইচ ব্যাটারি। ডুয়েল ডিসপ্লে মোডে এই ল্যাপটপে প্রায় ১০ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। সিঙ্গেল স্ক্রিন মোডে পাওয়া যাবে ১৪ ঘণ্টা। মাত্র ১ দশমিক ৩৮ কেজি ওজনের এই ল্যাপটপ চলতি বছরের জুনে বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে লেনোভো।
ল্যাপটপের বাজার মূল্য হবে ২ হাজার ১০০ ডলার। বা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ১৮ হাজার টাকার বেশি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৪ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৪ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৪ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৪ দিন আগে