প্রযুক্তি ডেস্ক
ঢাকা: আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে, তাহলে সেটি হারিয়ে গেলে খুঁজে বের করা সম্ভব। চুরি, ছিনতাই, ভুলবশত কোথাও রেখে আসা প্রভৃতি নানা কারণে আপনার ফোন হারিয়ে গেলে একটি ফিচারের সহায়তায় সেটি খুঁজে বের করা সম্ভব। এ জন্য আপনার ফোনে লোকেশন অ্যাকসেস অন রাখতে হবে। পাশাপাশি ‘ফাইন্ড মাই লোকেশন’ অপশনটি এনাবল করে রাখতে হবে। আরও যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো, একটি গুগল অ্যাকাউন্টে লগ–ইন থাকতে হবে। এ ছাড়া মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ের মাধ্যমে স্মার্টফোন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করে রাখতে হবে। পাশাপাশি গুগল প্লেতে দৃশ্যমান থাকতে হবে সেই ফোন।
অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
১. আপনার কাছে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে সাইন–ইন করুন।
২. তারপর www. google. com/android/find? ওয়েবপেজ খুলুন।
৩. ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবপেজ খোলা হলেই আপনার হারিয়ে যাওয়া ডিভাইসে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে।
৪. হারিয়ে যাওয়া ডিভাইসে নোটিফিকেশন না গেলে ফোনের পাশে থাকা রিফ্রেশ বাটনে ক্লিক করুন।
৫. আশা করা যায়, তখন আপনার হারিয়ে যাওয়া ফোনে একটি নোটিফিকেশন যাবে। তখনই আপনি হারিয়ে যাওয়া ফোনের সম্ভাব্য অবস্থান মানচিত্রে দেখতে পাবেন। লাইভ লোকেশন অন না থাকলেও ডিভাইসের শেষ লোকেশন ম্যাপে দেখাবে।
৬. এবার আপনি ফোনে প্লে সাউন্ড, সিকিউর ডিভাইস, ইরেজ ডিভাইস অপশনগুলো দেখতে পাবেন। প্লে সাউন্ড অপশন সিলেক্ট করলে আপনার ফোন পাঁচ মিনিট ধরে বাজতে থাকবে। সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে থাকলেও ফোনটি বাজতে থাকবে।
৭. সিকিউর ডিভাইস অপশন সিলেক্ট করলে, রিমোটলি নিজের ফোন লক করে দিতে পারবেন আপনি। একটি পাসওয়ার্ড অথবা পিনের মাধ্যমে লক হয়ে যাবে আপনার হারিয়ে যাওয়া ডিভাইসটি। পাশাপাশি লক স্ক্রিনে ম্যাসেজ পাঠিয়ে ফোন যার কাছে আছে, আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
৮. ইরেজ ডিভাইসে ক্লিক করলে হারিয়ে যাওয়া ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে। একবার ডেটা ডিলিট হলে তা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব হবে না।
এভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলেও বিশেষ ফিচারের মাধ্যমে সহযোগিতা পেতে পারেন। এর মাধ্যমে ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরির পাশাপাশি নিজের ডেটার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
ঢাকা: আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে, তাহলে সেটি হারিয়ে গেলে খুঁজে বের করা সম্ভব। চুরি, ছিনতাই, ভুলবশত কোথাও রেখে আসা প্রভৃতি নানা কারণে আপনার ফোন হারিয়ে গেলে একটি ফিচারের সহায়তায় সেটি খুঁজে বের করা সম্ভব। এ জন্য আপনার ফোনে লোকেশন অ্যাকসেস অন রাখতে হবে। পাশাপাশি ‘ফাইন্ড মাই লোকেশন’ অপশনটি এনাবল করে রাখতে হবে। আরও যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো, একটি গুগল অ্যাকাউন্টে লগ–ইন থাকতে হবে। এ ছাড়া মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ের মাধ্যমে স্মার্টফোন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করে রাখতে হবে। পাশাপাশি গুগল প্লেতে দৃশ্যমান থাকতে হবে সেই ফোন।
অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
১. আপনার কাছে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে সাইন–ইন করুন।
২. তারপর www. google. com/android/find? ওয়েবপেজ খুলুন।
৩. ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবপেজ খোলা হলেই আপনার হারিয়ে যাওয়া ডিভাইসে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে।
৪. হারিয়ে যাওয়া ডিভাইসে নোটিফিকেশন না গেলে ফোনের পাশে থাকা রিফ্রেশ বাটনে ক্লিক করুন।
৫. আশা করা যায়, তখন আপনার হারিয়ে যাওয়া ফোনে একটি নোটিফিকেশন যাবে। তখনই আপনি হারিয়ে যাওয়া ফোনের সম্ভাব্য অবস্থান মানচিত্রে দেখতে পাবেন। লাইভ লোকেশন অন না থাকলেও ডিভাইসের শেষ লোকেশন ম্যাপে দেখাবে।
৬. এবার আপনি ফোনে প্লে সাউন্ড, সিকিউর ডিভাইস, ইরেজ ডিভাইস অপশনগুলো দেখতে পাবেন। প্লে সাউন্ড অপশন সিলেক্ট করলে আপনার ফোন পাঁচ মিনিট ধরে বাজতে থাকবে। সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে থাকলেও ফোনটি বাজতে থাকবে।
৭. সিকিউর ডিভাইস অপশন সিলেক্ট করলে, রিমোটলি নিজের ফোন লক করে দিতে পারবেন আপনি। একটি পাসওয়ার্ড অথবা পিনের মাধ্যমে লক হয়ে যাবে আপনার হারিয়ে যাওয়া ডিভাইসটি। পাশাপাশি লক স্ক্রিনে ম্যাসেজ পাঠিয়ে ফোন যার কাছে আছে, আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
৮. ইরেজ ডিভাইসে ক্লিক করলে হারিয়ে যাওয়া ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে। একবার ডেটা ডিলিট হলে তা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব হবে না।
এভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলেও বিশেষ ফিচারের মাধ্যমে সহযোগিতা পেতে পারেন। এর মাধ্যমে ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরির পাশাপাশি নিজের ডেটার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে