প্রযুক্তি ডেস্ক
সেলফি এখন বেশ পরিচিত একটি শব্দ। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে সেলফি ছাড়া একটি দিন অনেকেই ভাবতে পারেন না। আজকের দুনিয়ায় স্মার্টফোন কেনার সময় তাই সবাই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরার খোঁজটি নেন বেশ গুরুত্বের সঙ্গে।
সেলফি তোলার জন্য স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ৩২ মেগাপিক্সেল বিশিষ্ট ফ্রন্ট ক্যামেরা আছে যেসব স্মার্টফোনে, সেগুলো বেশ ভালো। কিছু স্মার্টফোন আবার ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আরেকটি ৮ মেগাপিক্সেল বা এর কাছাকাছি রেঞ্জের ফ্রন্ট ক্যামেরা থাকে। এই ডুয়েল ফ্রন্ট ক্যামেরাবিশিষ্ট ফোনগুলো সেলফি তোলার জন্য আরও ভালো। বর্তমানে ভিভো দিচ্ছে ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তাই যারা ভালো সেলফি তোলা যায়—এমন স্মার্টফোন খুঁজছেন, তাঁরা ভিভোর এ ধরনের স্মার্টফোনের দিকে বেশি আকৃষ্ট হচ্ছেন।
এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিছু স্মার্টফোনের তথ্য দেয়া হলো, যেগুলো ভালো সেলফি তুলতে সাহায্য করবে।
স্যামসাং
স্যামসাং ব্র্যান্ডের যে স্মার্টফোনটি সেলফি তোলার জন্য ভালো, সেটি হলো স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই। এর দাম ৪৩ হাজার ২০০ টাকা। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ১২, ৮ ও ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরাও রয়েছে ডিভাইসটির পেছনে।
ভিভো
ভিভো ব্র্যান্ডের যে স্মার্টফোনটি সেলফি তোলার জন্য সবচেয়ে ভালো, সেটি হলো ভিভো এক্স ৬০। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি প্রসেসরবিশিষ্ট এই ডিভাইসের দাম ৫৮ হাজার ৯৫০ টাকা। ডুয়েল এলইডি ফ্লাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ৪৮, ১৩ ও ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাও। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড। একই সিরিজের আপডেট ভার্সন ভিভো এক্স ৬০ প্রো কেনা যেতে পারে। এর দাম পড়বে ৭২ হাজার ৯০০ টাকা। ভিভো এক্স ৬০–এর মতোই এর ফ্রন্ট ও রিয়ার ক্যামেরার কনফিগারেশন।
ভিভো ব্র্যান্ডের আরেকটি স্মার্টফোনের কথা এখানে উল্লেখ করা যায়। ভিভো ভি ২০ প্রো ডিভাইসটিও সেলফি তোলার জন্য বেশ ভালো। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরবিশিষ্ট এই সেটের দাম ৩৫০০০ টাকা। রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ডিভাইসটিতে রয়েছে ৪৪ ও ৮ মেগাপিক্সেলের দুটি ফ্রন্ট ক্যামেরা। পেছনে রয়েছে ৬৪, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড। একই দামে পাওয়া যাচ্ছে ভিভো ভি ২১ ডিভাইসটি। প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ ৫জি হলেও অন্য কনফিগারেশনগুলো একই। কেনা যেতে পারে ভিভো ভি ২০ মডেলের স্মার্টফোন। এ ক্ষেত্রে খরচ একটু কম পড়বে। ডিভাইসটির দাম ২৭ হাজার ৯৯০ টাকা। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ও ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ফ্রন্ট ও রিয়ার ক্যামেরার কনফিগারেশন অবশ্য ভিভো ভি ২০ প্রো–এর মতোই।
অপো
সেলফিপ্রেমীদের মধ্যে অপো ব্র্যান্ডও অল্ড দিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই ব্র্যান্ডের অপো রেনো ৬ প্রো প্লাস সেটটি জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছে। এর দাম ৫৬ হাজার ৭০০ টাকা। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি প্রসেসর। ডুয়েল এলইডি ফ্ল্যাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ও ৫০, ১৩, ১৬ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড। একটু কমে ৪৩ হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে একই ব্র্যান্ডের অপো এক্স ৩ লাইট। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরবিশিষ্ট এই ডিভাইসে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৬৪, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
হুয়াওয়ে
হুয়াওয়ের ছবির কোয়ালিটি বেশ ভালো। যে কেউ চাইলে এই ব্র্যান্ডের হুয়াওয়ে মেট ৩০ই প্রো ৫জি ডিভাইসটি বেছে নিতে পারেন। দাম পড়বে ৭২ হাজার টাকা। কিরিন ৯৯০ই ৫জি প্রসেসরবিশিষ্ট এই সেটে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৪০, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
রিয়েলমি
তুলনামূলক কম দামে রিয়েলমি ব্র্যান্ডের যে স্মার্টফোন সেলফিপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে, তা হলো রিয়েলমি এক্স ৭ প্রো এক্সট্রিম এডিশন। এর দাম ৩১ হাজার ৫০০ টাকা। মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্রসেসর ও এলইডি ফ্ল্যাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৬৪, ৮ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ট্রিপল ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
মটোরোলা
মটোরোলা ব্র্যান্ডের মটো জি৬০ স্মার্টফোনটিও সেলফির জন্য বেশ সুনাম কুড়িয়েছে। এর দাম পড়ছে ২১ হাজার ৬০০ টাকা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ও এলইডি ফ্ল্যাশ বিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ১০৮, ৮ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
শাওমি
প্রায় কাছাকাছি দামে মাত্র ২২ হাজার টাকায় পাওয়া যাচ্ছে শাওমি ব্র্যান্ডের রেডমি নোট ৯ প্রো ম্যাক্স। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ও এলইডি ফ্ল্যাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৬৪, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
টিসিএল
টিসিএল ব্র্যান্ডের যে স্মার্টফোনটি সেলফি তোলার জন্য ভালো, সেটি হলো টিসিএল ২০ প্রো। এর দাম পড়ছে ৫৮ হাজার ৫০০ টাকা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ও ডয়েল এলইডিবিশিষ্ট এই স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ৩২ মেগাপিক্সেল। রয়েছে ৪৮, ১৬, ৫ ও ২ মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
সেলফি এখন বেশ পরিচিত একটি শব্দ। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে সেলফি ছাড়া একটি দিন অনেকেই ভাবতে পারেন না। আজকের দুনিয়ায় স্মার্টফোন কেনার সময় তাই সবাই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরার খোঁজটি নেন বেশ গুরুত্বের সঙ্গে।
সেলফি তোলার জন্য স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ৩২ মেগাপিক্সেল বিশিষ্ট ফ্রন্ট ক্যামেরা আছে যেসব স্মার্টফোনে, সেগুলো বেশ ভালো। কিছু স্মার্টফোন আবার ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আরেকটি ৮ মেগাপিক্সেল বা এর কাছাকাছি রেঞ্জের ফ্রন্ট ক্যামেরা থাকে। এই ডুয়েল ফ্রন্ট ক্যামেরাবিশিষ্ট ফোনগুলো সেলফি তোলার জন্য আরও ভালো। বর্তমানে ভিভো দিচ্ছে ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তাই যারা ভালো সেলফি তোলা যায়—এমন স্মার্টফোন খুঁজছেন, তাঁরা ভিভোর এ ধরনের স্মার্টফোনের দিকে বেশি আকৃষ্ট হচ্ছেন।
এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিছু স্মার্টফোনের তথ্য দেয়া হলো, যেগুলো ভালো সেলফি তুলতে সাহায্য করবে।
স্যামসাং
স্যামসাং ব্র্যান্ডের যে স্মার্টফোনটি সেলফি তোলার জন্য ভালো, সেটি হলো স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই। এর দাম ৪৩ হাজার ২০০ টাকা। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ১২, ৮ ও ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরাও রয়েছে ডিভাইসটির পেছনে।
ভিভো
ভিভো ব্র্যান্ডের যে স্মার্টফোনটি সেলফি তোলার জন্য সবচেয়ে ভালো, সেটি হলো ভিভো এক্স ৬০। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি প্রসেসরবিশিষ্ট এই ডিভাইসের দাম ৫৮ হাজার ৯৫০ টাকা। ডুয়েল এলইডি ফ্লাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ৪৮, ১৩ ও ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাও। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড। একই সিরিজের আপডেট ভার্সন ভিভো এক্স ৬০ প্রো কেনা যেতে পারে। এর দাম পড়বে ৭২ হাজার ৯০০ টাকা। ভিভো এক্স ৬০–এর মতোই এর ফ্রন্ট ও রিয়ার ক্যামেরার কনফিগারেশন।
ভিভো ব্র্যান্ডের আরেকটি স্মার্টফোনের কথা এখানে উল্লেখ করা যায়। ভিভো ভি ২০ প্রো ডিভাইসটিও সেলফি তোলার জন্য বেশ ভালো। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরবিশিষ্ট এই সেটের দাম ৩৫০০০ টাকা। রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ডিভাইসটিতে রয়েছে ৪৪ ও ৮ মেগাপিক্সেলের দুটি ফ্রন্ট ক্যামেরা। পেছনে রয়েছে ৬৪, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড। একই দামে পাওয়া যাচ্ছে ভিভো ভি ২১ ডিভাইসটি। প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ ৫জি হলেও অন্য কনফিগারেশনগুলো একই। কেনা যেতে পারে ভিভো ভি ২০ মডেলের স্মার্টফোন। এ ক্ষেত্রে খরচ একটু কম পড়বে। ডিভাইসটির দাম ২৭ হাজার ৯৯০ টাকা। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ও ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ফ্রন্ট ও রিয়ার ক্যামেরার কনফিগারেশন অবশ্য ভিভো ভি ২০ প্রো–এর মতোই।
অপো
সেলফিপ্রেমীদের মধ্যে অপো ব্র্যান্ডও অল্ড দিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই ব্র্যান্ডের অপো রেনো ৬ প্রো প্লাস সেটটি জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছে। এর দাম ৫৬ হাজার ৭০০ টাকা। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি প্রসেসর। ডুয়েল এলইডি ফ্ল্যাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ও ৫০, ১৩, ১৬ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড। একটু কমে ৪৩ হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে একই ব্র্যান্ডের অপো এক্স ৩ লাইট। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরবিশিষ্ট এই ডিভাইসে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৬৪, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
হুয়াওয়ে
হুয়াওয়ের ছবির কোয়ালিটি বেশ ভালো। যে কেউ চাইলে এই ব্র্যান্ডের হুয়াওয়ে মেট ৩০ই প্রো ৫জি ডিভাইসটি বেছে নিতে পারেন। দাম পড়বে ৭২ হাজার টাকা। কিরিন ৯৯০ই ৫জি প্রসেসরবিশিষ্ট এই সেটে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৪০, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
রিয়েলমি
তুলনামূলক কম দামে রিয়েলমি ব্র্যান্ডের যে স্মার্টফোন সেলফিপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে, তা হলো রিয়েলমি এক্স ৭ প্রো এক্সট্রিম এডিশন। এর দাম ৩১ হাজার ৫০০ টাকা। মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্রসেসর ও এলইডি ফ্ল্যাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৬৪, ৮ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ট্রিপল ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
মটোরোলা
মটোরোলা ব্র্যান্ডের মটো জি৬০ স্মার্টফোনটিও সেলফির জন্য বেশ সুনাম কুড়িয়েছে। এর দাম পড়ছে ২১ হাজার ৬০০ টাকা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ও এলইডি ফ্ল্যাশ বিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ১০৮, ৮ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
শাওমি
প্রায় কাছাকাছি দামে মাত্র ২২ হাজার টাকায় পাওয়া যাচ্ছে শাওমি ব্র্যান্ডের রেডমি নোট ৯ প্রো ম্যাক্স। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ও এলইডি ফ্ল্যাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৬৪, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
টিসিএল
টিসিএল ব্র্যান্ডের যে স্মার্টফোনটি সেলফি তোলার জন্য ভালো, সেটি হলো টিসিএল ২০ প্রো। এর দাম পড়ছে ৫৮ হাজার ৫০০ টাকা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ও ডয়েল এলইডিবিশিষ্ট এই স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ৩২ মেগাপিক্সেল। রয়েছে ৪৮, ১৬, ৫ ও ২ মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে