প্রযুক্তি ডেস্ক
চীন-ভিত্তিক স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন হট ২০এস। ফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও জি৯৬, ৬৪-বিট অক্টা-কোর চিপসেট ফিচারিং দু’টি শক্তিশালী আর্ম করটেক্স-এ৭৬, ছয়টি করটেক্স-এ৫৫ প্রসেসর যা ২.০৫ গিগাহার্টজ পর্যন্ত চলতে পারে। আনটুটু, গিক বেঞ্চ সিঙ্গেল এবং গিক বেঞ্চ মাল্টির মতো সফটওয়্যার বেঞ্চমার্কিং টুলগুলোর হিসেবে, বাজারে প্রচলিত অন্য অনেক প্রসেসরের তুলনায় ২৫ শতাংশ বেশি পারফর্ম করে মিডিয়াটেক হেলিও জি৯৬। মূলত মোবাইল গেমিংয়ের কথা মাথায় রেখেই এই ফোনের ডিজাইন করা হয়েছে।
এই ফোনে আরও আছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+হাইপার ভিশন ডিসপ্লে। ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফলে পাওয়া যাবে স্বচ্ছন্দ ব্রাউজিং এবং দ্রুত গেমিং কন্ট্রোল এর সুবিধা। হট ২০এস-এ আরও আছে ২৪০ হার্টজ আলট্রা টাচ স্যামপ্লিং রেটসম্বৃদ্ধ আলট্রা টাচ মোড। গেমিংয়ের সময় টাচ ইনপুটে স্বচ্ছন্দ ভিজ্যুয়াল ফিডব্যাক প্রদানের ক্ষেত্রে এটি সহায়ক।
ফোনটিতে আছে ১৩ জিবি (৮ জিবি+৫ জিবি) এক্সটেনডেড র্যাম এবং ১২৮ জিবি রম, যা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর অ্যাডভান্সড এক্সটেনডেড এলপিডিডিআরফোর এক্স হাই স্পিড র্যাম প্রযুক্তির কারণে হট ২০এস নির্বিঘ্নে ২০টি ব্যাকগ্রাউন্ড অ্যাপ পরিবর্তন করতে পারে। ফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধাসহ ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। ‘পাওয়ার ম্যারাথন’ প্রযুক্তির পাশাপাশি টাইপ-সি ফাস্ট চার্জিং কেবল রয়েছে ফোনটির সঙ্গে।
ফোনটির ব্যাক ক্যামেরায় রয়েছে ৫০ মেগা পিক্সেল ক্যামেরা। আরও আছে ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা, ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর আই-ট্র্যাকিং ফোকাসের কারণে পোর্ট্রেট মোডে তোলা যায় আরও নিখুঁতভাবে।
হট ২০এস পাওয়া যাচ্ছে দুটি রঙে- সনিক ব্ল্যাক ও টেম্পো ব্লু। ফোনটির বাজার মুল্য ধরা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা। এই দামের মধ্যে শুধু হট ২০এস-ই দিচ্ছে এমন আধুনিক সব ফিচার। আপনার নিকটস্থ দোকানে আর ইনফিনিক্স ব্র্যান্ড শপে হট সিরিজের ফোনগুলো পাওয়া যাবে। ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ১২.১২ ক্যাম্পেইন থেকেও এই ফোন কেনা যাবে।
চীন-ভিত্তিক স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন হট ২০এস। ফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও জি৯৬, ৬৪-বিট অক্টা-কোর চিপসেট ফিচারিং দু’টি শক্তিশালী আর্ম করটেক্স-এ৭৬, ছয়টি করটেক্স-এ৫৫ প্রসেসর যা ২.০৫ গিগাহার্টজ পর্যন্ত চলতে পারে। আনটুটু, গিক বেঞ্চ সিঙ্গেল এবং গিক বেঞ্চ মাল্টির মতো সফটওয়্যার বেঞ্চমার্কিং টুলগুলোর হিসেবে, বাজারে প্রচলিত অন্য অনেক প্রসেসরের তুলনায় ২৫ শতাংশ বেশি পারফর্ম করে মিডিয়াটেক হেলিও জি৯৬। মূলত মোবাইল গেমিংয়ের কথা মাথায় রেখেই এই ফোনের ডিজাইন করা হয়েছে।
এই ফোনে আরও আছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+হাইপার ভিশন ডিসপ্লে। ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফলে পাওয়া যাবে স্বচ্ছন্দ ব্রাউজিং এবং দ্রুত গেমিং কন্ট্রোল এর সুবিধা। হট ২০এস-এ আরও আছে ২৪০ হার্টজ আলট্রা টাচ স্যামপ্লিং রেটসম্বৃদ্ধ আলট্রা টাচ মোড। গেমিংয়ের সময় টাচ ইনপুটে স্বচ্ছন্দ ভিজ্যুয়াল ফিডব্যাক প্রদানের ক্ষেত্রে এটি সহায়ক।
ফোনটিতে আছে ১৩ জিবি (৮ জিবি+৫ জিবি) এক্সটেনডেড র্যাম এবং ১২৮ জিবি রম, যা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর অ্যাডভান্সড এক্সটেনডেড এলপিডিডিআরফোর এক্স হাই স্পিড র্যাম প্রযুক্তির কারণে হট ২০এস নির্বিঘ্নে ২০টি ব্যাকগ্রাউন্ড অ্যাপ পরিবর্তন করতে পারে। ফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধাসহ ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। ‘পাওয়ার ম্যারাথন’ প্রযুক্তির পাশাপাশি টাইপ-সি ফাস্ট চার্জিং কেবল রয়েছে ফোনটির সঙ্গে।
ফোনটির ব্যাক ক্যামেরায় রয়েছে ৫০ মেগা পিক্সেল ক্যামেরা। আরও আছে ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা, ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর আই-ট্র্যাকিং ফোকাসের কারণে পোর্ট্রেট মোডে তোলা যায় আরও নিখুঁতভাবে।
হট ২০এস পাওয়া যাচ্ছে দুটি রঙে- সনিক ব্ল্যাক ও টেম্পো ব্লু। ফোনটির বাজার মুল্য ধরা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা। এই দামের মধ্যে শুধু হট ২০এস-ই দিচ্ছে এমন আধুনিক সব ফিচার। আপনার নিকটস্থ দোকানে আর ইনফিনিক্স ব্র্যান্ড শপে হট সিরিজের ফোনগুলো পাওয়া যাবে। ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ১২.১২ ক্যাম্পেইন থেকেও এই ফোন কেনা যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫