প্রযুক্তি ডেস্ক
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং প্রথমবারের মতো স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা নিয়ে আসছে। নিজেদের পরবর্তী স্মার্টওয়াচে অত্যাধুনিক এই প্রযুক্তি সংযোজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অনেক আগেই প্রজেক্টরযুক্ত ওয়াচ ডিজাইন তৈরি করে স্যামসাং। ডিজাইনের প্যাটেন্টও করিয়ে রেখেছিল প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোনএরিনার প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি সিরিজের পরবর্তী স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা থাকবে। স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে প্রজেক্টর লেন্স, যা আলো প্রক্ষেপণ করতে সক্ষম। সাধারণত সায়েন্স ফিকশন মুভিতে এই ধরনের ওয়াচের দেখা পাওয়া যায়।
স্যামসাং জানিয়েছে, ‘ভালো চিত্র দেখা নিশ্চিত করতে প্রজেক্টরের ভেতরে থাকা এলইডিগুলো উজ্জ্বলতা এবং ফোকাল দৈর্ঘ্যের মধ্যে সামঞ্জস্য রাখবে।’ শিগগির স্যামসাং তাদের নতুন এই স্মার্ট ডিভাইস প্রদর্শন করবে।
সম্প্রতি এআর-ভিআর প্রযুক্তির হেডসেট আনার ঘোষণা দেয় স্যামসাং। এই হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। হেডসেটটি নির্মাণে গুগল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে স্যামসাং। ২০১৫ সালে ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির হেডসেট বাজারে এনেছিল স্যামসাং। তবে গ্রাহকের চাহিদা বিবেচনায় এনে এবার মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেট তৈরি করবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ বলেন, ‘গুগলের সফটওয়্যার ও কোয়ালকমের প্রসেসরের সমন্বয়ে হেডসেটটি তৈরি করা হবে।’ তবে কবে নাগাদ হেডসেটটি বাজারে আসবে, এ ব্যাপারে কিছু জানাননি তিনি।
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিরোশি লকহাইমার বলেন, ‘গুগল দীর্ঘদিন ধরেই এআর ও ভিআর প্রযুক্তিতে বিনিয়োগ করছে। এ প্রযুক্তির জন্য যন্ত্র এবং সফটওয়্যারের উন্নয়ন করা প্রয়োজন হবে। তাই স্যামসাং ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে গুগল।’
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং প্রথমবারের মতো স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা নিয়ে আসছে। নিজেদের পরবর্তী স্মার্টওয়াচে অত্যাধুনিক এই প্রযুক্তি সংযোজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অনেক আগেই প্রজেক্টরযুক্ত ওয়াচ ডিজাইন তৈরি করে স্যামসাং। ডিজাইনের প্যাটেন্টও করিয়ে রেখেছিল প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোনএরিনার প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি সিরিজের পরবর্তী স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা থাকবে। স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে প্রজেক্টর লেন্স, যা আলো প্রক্ষেপণ করতে সক্ষম। সাধারণত সায়েন্স ফিকশন মুভিতে এই ধরনের ওয়াচের দেখা পাওয়া যায়।
স্যামসাং জানিয়েছে, ‘ভালো চিত্র দেখা নিশ্চিত করতে প্রজেক্টরের ভেতরে থাকা এলইডিগুলো উজ্জ্বলতা এবং ফোকাল দৈর্ঘ্যের মধ্যে সামঞ্জস্য রাখবে।’ শিগগির স্যামসাং তাদের নতুন এই স্মার্ট ডিভাইস প্রদর্শন করবে।
সম্প্রতি এআর-ভিআর প্রযুক্তির হেডসেট আনার ঘোষণা দেয় স্যামসাং। এই হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। হেডসেটটি নির্মাণে গুগল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে স্যামসাং। ২০১৫ সালে ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির হেডসেট বাজারে এনেছিল স্যামসাং। তবে গ্রাহকের চাহিদা বিবেচনায় এনে এবার মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেট তৈরি করবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ বলেন, ‘গুগলের সফটওয়্যার ও কোয়ালকমের প্রসেসরের সমন্বয়ে হেডসেটটি তৈরি করা হবে।’ তবে কবে নাগাদ হেডসেটটি বাজারে আসবে, এ ব্যাপারে কিছু জানাননি তিনি।
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিরোশি লকহাইমার বলেন, ‘গুগল দীর্ঘদিন ধরেই এআর ও ভিআর প্রযুক্তিতে বিনিয়োগ করছে। এ প্রযুক্তির জন্য যন্ত্র এবং সফটওয়্যারের উন্নয়ন করা প্রয়োজন হবে। তাই স্যামসাং ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে গুগল।’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে