আগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি থেকে ধারণা করা হচ্ছে যে, নাথিং ফোন ৩এ সিরিজে ক্যামেরা আকর্ষণীয় হতে পারে।
এই ছবিতে থেকে নাথিং ফোন ৩এ ক্যামেরার লে–আউট সম্পর্কে ধারণা পাওয়া যায়। ছবিটি একটি গুরুত্বপূর্ণ ক্যামেরা আপগ্রেডের ইঙ্গিত দেয়।
এক্স প্ল্যাটফর্মে নাথিং ফোন ৩ এ–এর সম্ভাব্য ছবি পোস্ট করেন প্রযুক্তি বিষয়ক তথ্য ফাঁসকারী সানজু চৌধুরী। ছবিতে দেখা যায় একটি কালোর রঙে কেস রয়েছে ফোনটিতে। এই ফোনের পেছনে তিনটি ক্যামেরা ইউনিট রয়েছে, যেখানে নাথিং ফোন ২এ মডেলটিতে ২ ক্যামেরা রয়েছে। ফোনটির ক্যামেরা ইউনিটের ওপরের দিকে রয়েছে এলইডি টর্চ। আর গ্লিফ ডিজাইনটি সুরক্ষিত কেসের নিচে রয়েছে।
উল্লেখ্য, গ্লিফ ডিজাইন হল নাথিং ফোনগুলোর একটি অনন্য ডিজাইন উপাদান। যেখানে ফোনের পেছনের অংশে আলো দিয়ে তৈরি এক ধরনের আলাদা লাইট প্যাটার্ন থাকে। এই লাইটগুলো ফোনের বিভিন্ন ফাংশন যেমন: নোটিফিকেশন, ব্যাটারি লেভেল বা কল ধরার সময় আলোকিত হয়।
এর আগে ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য ফাঁস হয়েছিল। নাথিং ফোন ৩ এ–তে ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি + অ্যামলেড ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে স্ন্যাপড্রাগন ৭ এস জেন ৩ চিপসেটে ব্যবহার করা হতে পারে।
আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস ৩ দশমিক ১। ফোনটির ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর (২x অপটিক্যাল জুম সহ) এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। সেলফি ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে।
নাথিং ফোন ৩ এ–তে ৫ হাজার এমএএইচ এর ব্যাটারি থাকতে পারে। ফোনটিতে ৪৫ ওয়াট চার্জিং সমর্থন থাকবে।
ফোন ৩এ সম্ভবত ৮ জিবি/ ১২৮ জিবি এবং ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে আসবে, যেখানে প্রো মডেলটি শুধুমাত্র ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ডিভাইসটি কালো বা সাদা রঙে পাওয়া যাবে, আর প্রো ফোনটি কালো বা ধূসর রঙে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি থেকে ধারণা করা হচ্ছে যে, নাথিং ফোন ৩এ সিরিজে ক্যামেরা আকর্ষণীয় হতে পারে।
এই ছবিতে থেকে নাথিং ফোন ৩এ ক্যামেরার লে–আউট সম্পর্কে ধারণা পাওয়া যায়। ছবিটি একটি গুরুত্বপূর্ণ ক্যামেরা আপগ্রেডের ইঙ্গিত দেয়।
এক্স প্ল্যাটফর্মে নাথিং ফোন ৩ এ–এর সম্ভাব্য ছবি পোস্ট করেন প্রযুক্তি বিষয়ক তথ্য ফাঁসকারী সানজু চৌধুরী। ছবিতে দেখা যায় একটি কালোর রঙে কেস রয়েছে ফোনটিতে। এই ফোনের পেছনে তিনটি ক্যামেরা ইউনিট রয়েছে, যেখানে নাথিং ফোন ২এ মডেলটিতে ২ ক্যামেরা রয়েছে। ফোনটির ক্যামেরা ইউনিটের ওপরের দিকে রয়েছে এলইডি টর্চ। আর গ্লিফ ডিজাইনটি সুরক্ষিত কেসের নিচে রয়েছে।
উল্লেখ্য, গ্লিফ ডিজাইন হল নাথিং ফোনগুলোর একটি অনন্য ডিজাইন উপাদান। যেখানে ফোনের পেছনের অংশে আলো দিয়ে তৈরি এক ধরনের আলাদা লাইট প্যাটার্ন থাকে। এই লাইটগুলো ফোনের বিভিন্ন ফাংশন যেমন: নোটিফিকেশন, ব্যাটারি লেভেল বা কল ধরার সময় আলোকিত হয়।
এর আগে ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য ফাঁস হয়েছিল। নাথিং ফোন ৩ এ–তে ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি + অ্যামলেড ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে স্ন্যাপড্রাগন ৭ এস জেন ৩ চিপসেটে ব্যবহার করা হতে পারে।
আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস ৩ দশমিক ১। ফোনটির ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর (২x অপটিক্যাল জুম সহ) এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। সেলফি ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে।
নাথিং ফোন ৩ এ–তে ৫ হাজার এমএএইচ এর ব্যাটারি থাকতে পারে। ফোনটিতে ৪৫ ওয়াট চার্জিং সমর্থন থাকবে।
ফোন ৩এ সম্ভবত ৮ জিবি/ ১২৮ জিবি এবং ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে আসবে, যেখানে প্রো মডেলটি শুধুমাত্র ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ডিভাইসটি কালো বা সাদা রঙে পাওয়া যাবে, আর প্রো ফোনটি কালো বা ধূসর রঙে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে