এবার স্মার্টফোনে নিজেদের চিপ ব্যবহার করতে যাচ্ছে গুগল।
কিছুদিন পরই বাজারে আসছে গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল সিক্স। ডিভাইসটিতে নিজস্ব চিপসেট হোয়াইটচ্যাপেল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ। এ চিপের নাম দিয়েছে জিএস১০১ (গুগল সিলিকন)।
ভারতের বেসরকারি বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, হোয়াইটচ্যাপেলকে কোডনেম স্লাইডারের সঙ্গে যুক্ত করে চালানো হয়েছে। স্লাইডার মূলত চিপ ব্যবস্থায় হোয়াইটচ্যাপেল সিস্টেমের একটা শেয়ারড প্ল্যাটফর্ম।
অ্যাপলের আইফোন ও ম্যাকের মতো গুগলের পিক্সেল ফোন এবং ক্রোমবুকে হোয়াইটচ্যাপেল চিপ সংযোজন মূলত তাদের পণ্যে নিজস্ব চিপ ব্যবহার করার অন্যতম প্রয়াস। আইএএনএসের প্রতিবেদনে বলা হয়, হোয়াইটচ্যাপেল চিপের উন্নয়নে গুগল স্যামসাংয়ের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে। বর্তমানে বাজারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরের বিপরীতে স্যামসাংয়ের এক্সিনোস চিপ প্রতিদ্বন্দ্বিতা করছে।
এর আগে গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই গুগলের হার্ডওয়্যার খাতে বড় বিনিয়োগের আভাস দিয়েছিলেন। সে সময় অনেক প্রযুক্তিবিদই এ বিনিয়োগকে হোয়াইটচ্যাপেল প্রসেসর নির্মাণের আগাম বার্তা হিসেবে উল্লেখ করেছিলেন। এই চিপ নির্মাণের মধ্য দিয়ে আসলে সেই ধারণাই বাস্তবে রূপ পেল।
এবার স্মার্টফোনে নিজেদের চিপ ব্যবহার করতে যাচ্ছে গুগল।
কিছুদিন পরই বাজারে আসছে গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল সিক্স। ডিভাইসটিতে নিজস্ব চিপসেট হোয়াইটচ্যাপেল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ। এ চিপের নাম দিয়েছে জিএস১০১ (গুগল সিলিকন)।
ভারতের বেসরকারি বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, হোয়াইটচ্যাপেলকে কোডনেম স্লাইডারের সঙ্গে যুক্ত করে চালানো হয়েছে। স্লাইডার মূলত চিপ ব্যবস্থায় হোয়াইটচ্যাপেল সিস্টেমের একটা শেয়ারড প্ল্যাটফর্ম।
অ্যাপলের আইফোন ও ম্যাকের মতো গুগলের পিক্সেল ফোন এবং ক্রোমবুকে হোয়াইটচ্যাপেল চিপ সংযোজন মূলত তাদের পণ্যে নিজস্ব চিপ ব্যবহার করার অন্যতম প্রয়াস। আইএএনএসের প্রতিবেদনে বলা হয়, হোয়াইটচ্যাপেল চিপের উন্নয়নে গুগল স্যামসাংয়ের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে। বর্তমানে বাজারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরের বিপরীতে স্যামসাংয়ের এক্সিনোস চিপ প্রতিদ্বন্দ্বিতা করছে।
এর আগে গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই গুগলের হার্ডওয়্যার খাতে বড় বিনিয়োগের আভাস দিয়েছিলেন। সে সময় অনেক প্রযুক্তিবিদই এ বিনিয়োগকে হোয়াইটচ্যাপেল প্রসেসর নির্মাণের আগাম বার্তা হিসেবে উল্লেখ করেছিলেন। এই চিপ নির্মাণের মধ্য দিয়ে আসলে সেই ধারণাই বাস্তবে রূপ পেল।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫