মুহাম্মদ শফিকুর রহমান
সহজে বহনযোগ্য হওয়ায় ল্যাপটপ বেশ জনপ্রিয়। কিন্তু আমরা অনেকে ল্যাপটপের সঠিক যত্নআত্তি সম্পর্কে জানি না। ফলে ল্যাপটপে বিভিন্ন সমস্যা লেগেই থাকে।
যা করতে হবে
» অন-অফ বাটন চেপে বন্ধ করবেন না। প্রয়োজনে স্লিপ মুডে রাখুন। স্টার্ট বাটনে পাওয়ার অপশনে স্লিপ মুড পাবেন।
» ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য কাপড় ব্যবহার না করে ফেদার ডাস্টার ব্যবহার করুন। কাপড় ব্যবহার করতে চাইলে ফাইবার ডাস্টার ক্লথ বেছে নিন। কি-বোর্ড পরিষ্কারের জন্য ফেদার ডাস্টার লাগবে।
» ল্যাপটপ পরিষ্কারের জন্য তরল কিছু ব্যবহার করবেন না।
» ল্যাপটপ বন্ধ করার পর পাওয়ার কেব্ল খুলে রাখুন।
» ৩ থেকে ৪ ঘণ্টা ব্যবহার না করলে ল্যাপটপ স্লিপ মুডে না রেখে বন্ধ করে রাখবেন।
» ল্যাপটপ বন্ধ করার সময় ধীরে ডিসপ্লে নামান। তাড়াহুড়া করলে পাশ দিয়ে ফেটে যেতে পারে।
» নিয়মিত ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করা জরুরি।
» স্ট্যান্ডের ওপর রেখে কাজ করলে ল্যাপটপ গরম কম হবে। এতে ব্যাটারি আয়ু পাবে অনেক বেশি।
» ল্যাপটপ কিছুদিনের জন্য বন্ধ রাখার আগে কমপক্ষে ৫০ শতাংশ চার্জ দিয়ে পাওয়ার সেভিং মুড অন করে কাজ করুন।
» নতুন ল্যাপটপ কেনার পর স্ক্রিন গার্ড বা প্রটেক্টর ব্যবহার করুন।
» ভালো অ্যাকসেসরিজ ব্যবহার করুন।
» তরল কিছু যেন ল্যাপটপে না পড়ে, সেটা নিশ্চিত করুন।
» নরম জায়গা, যেমন বিছানা কিংবা বালিশে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না।
সহজে বহনযোগ্য হওয়ায় ল্যাপটপ বেশ জনপ্রিয়। কিন্তু আমরা অনেকে ল্যাপটপের সঠিক যত্নআত্তি সম্পর্কে জানি না। ফলে ল্যাপটপে বিভিন্ন সমস্যা লেগেই থাকে।
যা করতে হবে
» অন-অফ বাটন চেপে বন্ধ করবেন না। প্রয়োজনে স্লিপ মুডে রাখুন। স্টার্ট বাটনে পাওয়ার অপশনে স্লিপ মুড পাবেন।
» ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য কাপড় ব্যবহার না করে ফেদার ডাস্টার ব্যবহার করুন। কাপড় ব্যবহার করতে চাইলে ফাইবার ডাস্টার ক্লথ বেছে নিন। কি-বোর্ড পরিষ্কারের জন্য ফেদার ডাস্টার লাগবে।
» ল্যাপটপ পরিষ্কারের জন্য তরল কিছু ব্যবহার করবেন না।
» ল্যাপটপ বন্ধ করার পর পাওয়ার কেব্ল খুলে রাখুন।
» ৩ থেকে ৪ ঘণ্টা ব্যবহার না করলে ল্যাপটপ স্লিপ মুডে না রেখে বন্ধ করে রাখবেন।
» ল্যাপটপ বন্ধ করার সময় ধীরে ডিসপ্লে নামান। তাড়াহুড়া করলে পাশ দিয়ে ফেটে যেতে পারে।
» নিয়মিত ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করা জরুরি।
» স্ট্যান্ডের ওপর রেখে কাজ করলে ল্যাপটপ গরম কম হবে। এতে ব্যাটারি আয়ু পাবে অনেক বেশি।
» ল্যাপটপ কিছুদিনের জন্য বন্ধ রাখার আগে কমপক্ষে ৫০ শতাংশ চার্জ দিয়ে পাওয়ার সেভিং মুড অন করে কাজ করুন।
» নতুন ল্যাপটপ কেনার পর স্ক্রিন গার্ড বা প্রটেক্টর ব্যবহার করুন।
» ভালো অ্যাকসেসরিজ ব্যবহার করুন।
» তরল কিছু যেন ল্যাপটপে না পড়ে, সেটা নিশ্চিত করুন।
» নরম জায়গা, যেমন বিছানা কিংবা বালিশে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে