গত ফেব্রুয়ারিতে নিজস্ব অপারেটিং সিস্টেম হাইপারওএস উন্মুক্ত করেছে শাওমি। এরই মধ্যে অপারেটিং সিস্টেমটি চালিত বেশ কয়েকটি স্মার্টফোন মডেল বাজারে এনেছে চীনা কোম্পানিটি। এবার হাইপারওএস চলবে এমন কিছু শাওমি, রেডমি স্মার্টফোন এবং কিছু ট্যাবলেট মডেলের তালিকা প্রকাশ করা হয়েছে।
শাওমির নতুন হ্যান্ডসেট, স্মার্ট হোম ডিভাইস এবং বৈদ্যুতিক যানবাহন—যেমন নতুন শাওমি এসইউ ৭ হাইপারওএস চালিত হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (৩১ মার্চ) শাওমির এক্স হ্যান্ডলে এক পোস্টে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের জন্য হাইপারওএস চালিত ডিভাইসের তালিকা প্রকাশ করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমের জন্য যোগ্য স্মার্টফোনের তালিকায় রয়েছে—শাওমি ১১ লাইট, শাওমি ১১ আইওয়ান, আই টু হাইপার চার্জ, শাওমি ১১টি প্রো, মি টু আলট্রা, মি ১০, রেডমি কে৫০ আই, রেডমি ১২, রেডমি ১১ প্রাইম এবং রেডমি ১২ সি এবং রেডমি নোট ১১ সিরিজ। এ ছাড়া শাওমি প্যাড ৫ ট্যাবলেট হাইপারওএস আপডেট পাবে।
হাইপারওএস আপডেট পাওয়া শাওমি এবং রেডমি ডিভাইসগুলো ব্যবহারকারীদের জন্য আরও বেশি কাস্টমাইজেশনের সুযোগ দেয়। এ ছাড়া সিস্টেমের কর্মক্ষমতা বাড়ে, টাস্ক সুইচিং ইত্যাদি সেবা উন্নত হয়।
এ ছাড়া এই অপারেটিং সিস্টেমের জন্য স্টোরেজ কম লাগে বলে দাবি শাওমির। এমনকি ওভার–দ্য–এয়ার (ওটিএ) আপডেটগুলো ডাউনলোড এবং ইনস্টল করার মতো কাজেও স্টোরেজ কম লাগার পাশাপাশি এমআইইউআই–১৪–এর তুলনায় বেশ দ্রুত আপডেট ও ইনস্টল সম্পন্ন হয় বলে জানাচ্ছে কোম্পানিটি।
হাইপারওএস আপডেট করার পর লক স্ক্রিন কাস্টমাইজেশনের অ্যাকসেসও পাওয়া যায়। তখন কন্ট্রোল সেন্টার, আইকন এবং ফন্ট পরিবর্তিত হয়। ওয়ার্কস্টেশন মোড (ট্যাবলেটের জন্য) এবং আন্তসংযোগ (একাধিক ডিভাইসের সংযোগ) বৈশিষ্ট্যগুলোর মতো নতুন বৈশিষ্ট্যগুলো এতে যুক্ত হয়। ফলে ট্যাবলেটে ফোনের স্ক্রিন দেখার পাশাপাশি স্মার্ট হোম ডিভাইস দেখা ও নিয়ন্ত্রণ করা যায়।
কোম্পানি বলেছে, এরই মধ্যে শাওমি ১৩ প্রো, শাওমি ১২ প্রো, রেডমি নোট ১২ এবং রেডমি নোট ১৩ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি রেডমির আরও কিছু মডেল হাইপারওএস আপডেট পেয়েছে। শাওমি প্যাড ৬ এবং রেডমি প্যাড উভয়ই স্বয়ংক্রিয় আপডেট পেয়েছে।
চলতি বছরের শেষ নাগাদ আরও কিছু হ্যান্ডসেট এবং ট্যাবলেট হাইপারওএস আপডেট পেতে পারে বলে আশা করা হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে নিজস্ব অপারেটিং সিস্টেম হাইপারওএস উন্মুক্ত করেছে শাওমি। এরই মধ্যে অপারেটিং সিস্টেমটি চালিত বেশ কয়েকটি স্মার্টফোন মডেল বাজারে এনেছে চীনা কোম্পানিটি। এবার হাইপারওএস চলবে এমন কিছু শাওমি, রেডমি স্মার্টফোন এবং কিছু ট্যাবলেট মডেলের তালিকা প্রকাশ করা হয়েছে।
শাওমির নতুন হ্যান্ডসেট, স্মার্ট হোম ডিভাইস এবং বৈদ্যুতিক যানবাহন—যেমন নতুন শাওমি এসইউ ৭ হাইপারওএস চালিত হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (৩১ মার্চ) শাওমির এক্স হ্যান্ডলে এক পোস্টে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের জন্য হাইপারওএস চালিত ডিভাইসের তালিকা প্রকাশ করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমের জন্য যোগ্য স্মার্টফোনের তালিকায় রয়েছে—শাওমি ১১ লাইট, শাওমি ১১ আইওয়ান, আই টু হাইপার চার্জ, শাওমি ১১টি প্রো, মি টু আলট্রা, মি ১০, রেডমি কে৫০ আই, রেডমি ১২, রেডমি ১১ প্রাইম এবং রেডমি ১২ সি এবং রেডমি নোট ১১ সিরিজ। এ ছাড়া শাওমি প্যাড ৫ ট্যাবলেট হাইপারওএস আপডেট পাবে।
হাইপারওএস আপডেট পাওয়া শাওমি এবং রেডমি ডিভাইসগুলো ব্যবহারকারীদের জন্য আরও বেশি কাস্টমাইজেশনের সুযোগ দেয়। এ ছাড়া সিস্টেমের কর্মক্ষমতা বাড়ে, টাস্ক সুইচিং ইত্যাদি সেবা উন্নত হয়।
এ ছাড়া এই অপারেটিং সিস্টেমের জন্য স্টোরেজ কম লাগে বলে দাবি শাওমির। এমনকি ওভার–দ্য–এয়ার (ওটিএ) আপডেটগুলো ডাউনলোড এবং ইনস্টল করার মতো কাজেও স্টোরেজ কম লাগার পাশাপাশি এমআইইউআই–১৪–এর তুলনায় বেশ দ্রুত আপডেট ও ইনস্টল সম্পন্ন হয় বলে জানাচ্ছে কোম্পানিটি।
হাইপারওএস আপডেট করার পর লক স্ক্রিন কাস্টমাইজেশনের অ্যাকসেসও পাওয়া যায়। তখন কন্ট্রোল সেন্টার, আইকন এবং ফন্ট পরিবর্তিত হয়। ওয়ার্কস্টেশন মোড (ট্যাবলেটের জন্য) এবং আন্তসংযোগ (একাধিক ডিভাইসের সংযোগ) বৈশিষ্ট্যগুলোর মতো নতুন বৈশিষ্ট্যগুলো এতে যুক্ত হয়। ফলে ট্যাবলেটে ফোনের স্ক্রিন দেখার পাশাপাশি স্মার্ট হোম ডিভাইস দেখা ও নিয়ন্ত্রণ করা যায়।
কোম্পানি বলেছে, এরই মধ্যে শাওমি ১৩ প্রো, শাওমি ১২ প্রো, রেডমি নোট ১২ এবং রেডমি নোট ১৩ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি রেডমির আরও কিছু মডেল হাইপারওএস আপডেট পেয়েছে। শাওমি প্যাড ৬ এবং রেডমি প্যাড উভয়ই স্বয়ংক্রিয় আপডেট পেয়েছে।
চলতি বছরের শেষ নাগাদ আরও কিছু হ্যান্ডসেট এবং ট্যাবলেট হাইপারওএস আপডেট পেতে পারে বলে আশা করা হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে