প্রযুক্তি ডেস্ক
একসময়ের নকিয়ার জনপ্রিয় ফোন ‘নকিয়া ৬৬০০’। এই ফিচার ফোনটি ছিল ওই সময়ে বাজারের অন্যতম জনপ্রিয় ফোনগুলোর মধ্যে একটি। নকিয়া এই ফোনটি আবার বাজারে আনছে। তবে এবার নতুন রূপে ৫জি প্রযুক্তিতে আনা হচ্ছে এই ফোন। নতুন এই সংস্করণের নাম দেওয়া হয়েছে নকিয়া ৬৬০০ ৫জি আলট্রা।
গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, নকিয়া ৬৬০০ ৫জি আলট্রা মডেলে থাকছে ৬ দশমিক ৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষায় থাকবে ৭কে কর্নিং গরিলা গ্লাস। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮। থাকছে ৮ জিবি ও ১২ জিবি র্যাম। স্টোরেজ হবে যথাক্রমে ১২৮ জিবি ও ৫১২ জিবি। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১৩। ক্যামেরা সেকশনে থাকছে একটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর।
এই ফোনটি কবে উন্মোচন করা হবে সে বিষয়ে এইচএমডি গ্লোবাল আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। ফোনটির দাম সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি।
সম্প্রতি, মেরামতের সুবিধা রেখে বাজারে নতুন ফোন আনার ঘোষণা দেয় প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। মোবাইলটির মডেল— জি২২। চার্জিং পোর্ট, ব্যাটারি বা ডিসপ্লে মেরামতে বিভিন্ন নির্দেশিকা ও যান্ত্রিক সুবিধা দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক ই–কমার্স আইফিক্সইট-এর সঙ্গে জোট বেঁধেছে নকিয়া।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটির কেসিং প্লাস্টিকের তৈরি। যা পুরোপুরি রিসাইকেল করা উপাদান দিয়ে তৈরি। এ ছাড়া, ফোনটিতে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেটের নিশ্চয়তার পাশাপাশি তিন বছরের নিরাপত্তা প্যাচ ও ওয়ারেন্টি থাকবে।
জি২২ মূলত একটি ‘এন্ট্রি লেভেল’ স্মার্টফোন। এতে প্রসেসর হিসেবে আছে আছে ‘ইউনিসক টি৬০৬’। স্টোরেজ থাকবে ১২৮ জিবি পর্যন্ত, যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এতে আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট’সহ ৬ দশমিক ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পাশাপাশি থাকছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, দুই মেগাপিক্সেলের ‘ডেপথ’ ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।
সম্প্রতি, প্রায় ৬০ বছরে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করে নকিয়া। লোগোতে পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবসায়িক কৌশলেও উল্লেখযোগ্য পরিবর্তন আনার ইঙ্গিত দেন কোম্পানিটির প্রধান নির্বাহী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতির অক্ষর ব্যবহার করে ‘নকিয়া’ নামটি লেখা হয়েছে। পুরোনো লোগোর নীল রংটি ব্যবহারের ওপর নির্ভর করে বিভিন্ন রং ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন এই লোগো। নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক রয়টার্সকে বলেন, ‘আগে আমাদের সঙ্গে শুধু স্মার্টফোনের যোগসূত্র ছিল। এখন আমরা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি।’
লুন্ডমার্ক ব্লুমবার্গকে বলেন, ‘বেশির ভাগ মানুষের মতে, আমরা এখনো শুধুই একটি সফল মোবাইল ফোন ব্র্যান্ড। তবে নকিয়া এর চেয়েও বেশি কিছু। আমরা একটি নতুন ব্র্যান্ড চালু করতে চাই, যা নেটওয়ার্ক ও ডিজিটালাইজেশনের ওপর খুব বেশি ফোকাস করবে, যা শুধু মোবাইল ফোন উৎপাদন থেকে সম্পূর্ণ আলাদা ব্যাপার।’
একসময়ের নকিয়ার জনপ্রিয় ফোন ‘নকিয়া ৬৬০০’। এই ফিচার ফোনটি ছিল ওই সময়ে বাজারের অন্যতম জনপ্রিয় ফোনগুলোর মধ্যে একটি। নকিয়া এই ফোনটি আবার বাজারে আনছে। তবে এবার নতুন রূপে ৫জি প্রযুক্তিতে আনা হচ্ছে এই ফোন। নতুন এই সংস্করণের নাম দেওয়া হয়েছে নকিয়া ৬৬০০ ৫জি আলট্রা।
গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, নকিয়া ৬৬০০ ৫জি আলট্রা মডেলে থাকছে ৬ দশমিক ৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষায় থাকবে ৭কে কর্নিং গরিলা গ্লাস। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮। থাকছে ৮ জিবি ও ১২ জিবি র্যাম। স্টোরেজ হবে যথাক্রমে ১২৮ জিবি ও ৫১২ জিবি। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১৩। ক্যামেরা সেকশনে থাকছে একটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর।
এই ফোনটি কবে উন্মোচন করা হবে সে বিষয়ে এইচএমডি গ্লোবাল আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। ফোনটির দাম সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি।
সম্প্রতি, মেরামতের সুবিধা রেখে বাজারে নতুন ফোন আনার ঘোষণা দেয় প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। মোবাইলটির মডেল— জি২২। চার্জিং পোর্ট, ব্যাটারি বা ডিসপ্লে মেরামতে বিভিন্ন নির্দেশিকা ও যান্ত্রিক সুবিধা দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক ই–কমার্স আইফিক্সইট-এর সঙ্গে জোট বেঁধেছে নকিয়া।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটির কেসিং প্লাস্টিকের তৈরি। যা পুরোপুরি রিসাইকেল করা উপাদান দিয়ে তৈরি। এ ছাড়া, ফোনটিতে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেটের নিশ্চয়তার পাশাপাশি তিন বছরের নিরাপত্তা প্যাচ ও ওয়ারেন্টি থাকবে।
জি২২ মূলত একটি ‘এন্ট্রি লেভেল’ স্মার্টফোন। এতে প্রসেসর হিসেবে আছে আছে ‘ইউনিসক টি৬০৬’। স্টোরেজ থাকবে ১২৮ জিবি পর্যন্ত, যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এতে আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট’সহ ৬ দশমিক ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পাশাপাশি থাকছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, দুই মেগাপিক্সেলের ‘ডেপথ’ ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।
সম্প্রতি, প্রায় ৬০ বছরে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করে নকিয়া। লোগোতে পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবসায়িক কৌশলেও উল্লেখযোগ্য পরিবর্তন আনার ইঙ্গিত দেন কোম্পানিটির প্রধান নির্বাহী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতির অক্ষর ব্যবহার করে ‘নকিয়া’ নামটি লেখা হয়েছে। পুরোনো লোগোর নীল রংটি ব্যবহারের ওপর নির্ভর করে বিভিন্ন রং ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন এই লোগো। নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক রয়টার্সকে বলেন, ‘আগে আমাদের সঙ্গে শুধু স্মার্টফোনের যোগসূত্র ছিল। এখন আমরা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি।’
লুন্ডমার্ক ব্লুমবার্গকে বলেন, ‘বেশির ভাগ মানুষের মতে, আমরা এখনো শুধুই একটি সফল মোবাইল ফোন ব্র্যান্ড। তবে নকিয়া এর চেয়েও বেশি কিছু। আমরা একটি নতুন ব্র্যান্ড চালু করতে চাই, যা নেটওয়ার্ক ও ডিজিটালাইজেশনের ওপর খুব বেশি ফোকাস করবে, যা শুধু মোবাইল ফোন উৎপাদন থেকে সম্পূর্ণ আলাদা ব্যাপার।’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫