প্রযুক্তির জগতে উদ্ভাবনের জোয়ারে এসেছে একটি নতুন ধরনের ফোন নিয়ে এসেছে নাথিং কোম্পানি। ‘ফোন ২এ প্লাসের একটি বিশেষ সংস্করণ’ নিয়ে এসেছে নাথিং। এই সংস্করণে ‘গ্লো-ইন-দ্য ডার্ক’ ডিজাইন যুক্ত করা হয়েছে। অর্থাৎ ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও অন্ধকার জ্বলজ্বল করবে এই ফোন। ফলে অন্ধকার ঘরে বা রাতের বেলা খুব সহজেই ফোনটি খুঁজে পাওয়া যাবে।
কোম্পানিটি একটি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এই বিশেষ ফোন তৈরি করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের কল্পনা দিয়ে স্মার্টফোন তৈরি সুযোগ পেয়েছেন।
নাথিং বলেছে, ‘ফোন ২এ প্লাস কমিউনিটি এডিশন’ তাদের নতুন উদ্যোগ যেখানে হার্ডওয়্যার তৈরি ক্ষেত্রে প্রতিযোগীদের সাহায্য নিয়েছে। এই প্রতিযোগিতায় ৯০০ টিরও বেশি ডিজাইন জমা পড়েছে। যেখানে ফোনের ডিজাইন থেকে শুরু করে মার্কেটিং কৌশল পর্যন্ত সবকিছুকে কাস্টমাইজ করেছেন তারা।
এই বিশেষ ফোনটি আগামী ১২ নভেম্বর থেকে নাথিং এর ওয়েবসাইট থেকে কেনা যাবে। এর দাম ৩৯৯ ডলার (প্রায় ৪৭ হাজার ৫৮৩ টাকা)। তবে ফোনটি সীমিত সংখ্যায় বিক্রি হবে। মডেলটি মাত্র ১ হাজার ইউনিট বিক্রি হবে।
নতুন ফোনের ডিজাইনের ধারণাটি তৈরি করেছেন অ্যাস্ট্রিড ভ্যানহুয়েস ও কেনটা আকাসাকি। ফোনটি বাস্তব রূপ দিতে সাহায্য করেন নাথিং কোম্পানির কর্মী অ্যাডাম বেটস এবং লুসি বার্লি। ফোনটির পেছনের ক্যামেরার চারপাশে থাকা তিনটি লাইট স্ট্রিপ অপরিবর্তিত রাখা হয়েছে। তবে মডেলটি পেছনের অংশে এখন সবুজ ফসফরাস পদার্থ দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে। এটি অন্ধকার পরিবেশে কয়েক ঘণ্টা নরম আভা ছড়াতে পারবে সক্ষম। নাথিং জানায়, এই পদার্থটি চার্জ করার জন্য শুধুমাত্র দিনের আলো প্রয়োজন।
ফোন ২এ প্লাস কমিউনিটি এডিশনের এর নতুন প্যাকেজিংয়ে ‘গ্লো-ইন-দা ডার্ক’ ফিচারের উপাদানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ইয়ান হেনরি সিমন্ডস নতুনভাবে ডিজাইন করেছে।
মূল ফোনের হার্ডওয়্যার থেকে অনুপ্রাণিত হয়ে আন্দ্রেস মাতেওস এবং নাথিং এর সফটওয়্যার ডিজাইনাররা নতুন ছয়টি ওয়ালপেপারের সেট তৈরি করেছেন। এই সেটের নাম ‘কানেক্টেড কালেকশন’ রাখা হয়েছে। এই ওয়ালপেপারগুলো ফোন ২এ প্লাস কমিউনিটি এডিশন এর সঙ্গে যুক্ত থাকবে। এছাড়া কোম্পানিটি একটি নতুন মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করেছেন, যার স্লোগান ‘ফাইন্ড ইউওর লাইট, ক্যাপচার ইউওর লাইট, যা কমিউনিটি এডিশন প্রচারে ব্যবহৃত হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
প্রযুক্তির জগতে উদ্ভাবনের জোয়ারে এসেছে একটি নতুন ধরনের ফোন নিয়ে এসেছে নাথিং কোম্পানি। ‘ফোন ২এ প্লাসের একটি বিশেষ সংস্করণ’ নিয়ে এসেছে নাথিং। এই সংস্করণে ‘গ্লো-ইন-দ্য ডার্ক’ ডিজাইন যুক্ত করা হয়েছে। অর্থাৎ ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও অন্ধকার জ্বলজ্বল করবে এই ফোন। ফলে অন্ধকার ঘরে বা রাতের বেলা খুব সহজেই ফোনটি খুঁজে পাওয়া যাবে।
কোম্পানিটি একটি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এই বিশেষ ফোন তৈরি করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের কল্পনা দিয়ে স্মার্টফোন তৈরি সুযোগ পেয়েছেন।
নাথিং বলেছে, ‘ফোন ২এ প্লাস কমিউনিটি এডিশন’ তাদের নতুন উদ্যোগ যেখানে হার্ডওয়্যার তৈরি ক্ষেত্রে প্রতিযোগীদের সাহায্য নিয়েছে। এই প্রতিযোগিতায় ৯০০ টিরও বেশি ডিজাইন জমা পড়েছে। যেখানে ফোনের ডিজাইন থেকে শুরু করে মার্কেটিং কৌশল পর্যন্ত সবকিছুকে কাস্টমাইজ করেছেন তারা।
এই বিশেষ ফোনটি আগামী ১২ নভেম্বর থেকে নাথিং এর ওয়েবসাইট থেকে কেনা যাবে। এর দাম ৩৯৯ ডলার (প্রায় ৪৭ হাজার ৫৮৩ টাকা)। তবে ফোনটি সীমিত সংখ্যায় বিক্রি হবে। মডেলটি মাত্র ১ হাজার ইউনিট বিক্রি হবে।
নতুন ফোনের ডিজাইনের ধারণাটি তৈরি করেছেন অ্যাস্ট্রিড ভ্যানহুয়েস ও কেনটা আকাসাকি। ফোনটি বাস্তব রূপ দিতে সাহায্য করেন নাথিং কোম্পানির কর্মী অ্যাডাম বেটস এবং লুসি বার্লি। ফোনটির পেছনের ক্যামেরার চারপাশে থাকা তিনটি লাইট স্ট্রিপ অপরিবর্তিত রাখা হয়েছে। তবে মডেলটি পেছনের অংশে এখন সবুজ ফসফরাস পদার্থ দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে। এটি অন্ধকার পরিবেশে কয়েক ঘণ্টা নরম আভা ছড়াতে পারবে সক্ষম। নাথিং জানায়, এই পদার্থটি চার্জ করার জন্য শুধুমাত্র দিনের আলো প্রয়োজন।
ফোন ২এ প্লাস কমিউনিটি এডিশনের এর নতুন প্যাকেজিংয়ে ‘গ্লো-ইন-দা ডার্ক’ ফিচারের উপাদানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ইয়ান হেনরি সিমন্ডস নতুনভাবে ডিজাইন করেছে।
মূল ফোনের হার্ডওয়্যার থেকে অনুপ্রাণিত হয়ে আন্দ্রেস মাতেওস এবং নাথিং এর সফটওয়্যার ডিজাইনাররা নতুন ছয়টি ওয়ালপেপারের সেট তৈরি করেছেন। এই সেটের নাম ‘কানেক্টেড কালেকশন’ রাখা হয়েছে। এই ওয়ালপেপারগুলো ফোন ২এ প্লাস কমিউনিটি এডিশন এর সঙ্গে যুক্ত থাকবে। এছাড়া কোম্পানিটি একটি নতুন মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করেছেন, যার স্লোগান ‘ফাইন্ড ইউওর লাইট, ক্যাপচার ইউওর লাইট, যা কমিউনিটি এডিশন প্রচারে ব্যবহৃত হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে